বিনোদন
আজব স্বভাব অনন্যার
বিনোদন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, বুধবার
কথায় কথায় মন খারাপ করে কান্নাকাটি করতে ভালোবাসেন অনন্যা পাণ্ডে। আর কান্নার পরেই তুলে নেন একটা সেলফি! এমন আজব স্বভাবের কথা ফাঁস করলেন অনন্যা নিজেই। সমপ্রতি তার ছবি কন্ট্রোল-এর প্রচারে এসে তিনি বলেন, কান্নাকাটি করার পরে ত্বকে অনায়াসে স্বাভাবিক ঔজ্জ্বল্য আসে। তাই দেখতেও বেশি ভালো লাগে। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যাই।