ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

‘ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের কেনো গ্রেপ্তার করা হচ্ছে না’

স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ন

mzamin

ছাত্রদের উপর গুলি চালানো ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের কেনো গ্রেপ্তার করা হচ্ছে না বলে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক দেশে ফিরলে তাকে সঙ্গে নিয়ে শহীদ জিয়াউর রহমানের করবে শ্রদ্ধা জানান রিজভী। 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদের উপর যেসব ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী বন্দুক দিয়ে গুলি চালিয়েছে, সেই ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের এখনো কেনো গ্রেপ্তার হচ্ছে না? যারা আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে- তাদেরকে আপনারা খুঁজে পাবেন না, এটা কেমন কথা? আপনারা যদি এদেরকে আইনের আওতায় না আনেন তাহলে তারা আরো বড় ধরনের নাশকতা করবে।  

তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতা ভারতে গিয়েছে। ভারত তাদের পাসপোর্ট চেক করেনি, তাদের ভিসাও লাগেনি। অথচ বাংলাদেশের অন্য মানুষ ভারতে গেলে তাদের তো পাসপোর্ট ও ভিসা লাগে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে র‌্যাব ও পুলিশ বাংলাদেশে দুই মাস গুম করে রাখার পরে ভারতে ফেলে দিয়ে এসেছিল। সেখানে তাকে জেল খাটতে হয়েছে। 
রিজভী বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। সে দেশে গণতন্ত্র আছে। তারা কী করে বাংলাদেশকে এক চোখে দেখে? তারা জনগণকে অবজ্ঞা করে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অবজ্ঞা করে। তারা শুধু অতিথি হিসেবে গ্রহণ করে দুনিয়ার সবচেয়ে ঘাতক রাজনীতিবিদ শেখ হাসিনাকে।

এসময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্তসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

We must wipe out all fascists and their friends and collaborators from Bangladesh.

Nam Nai
১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ৪:৪৬ পূর্বাহ্ন

ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি স্তরেই যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা হত্যা সহ সকল প্রকার অপকর্মের সঙ্গে জড়িত। অপকর্মে মাধ্যমে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখনই দুদক তাদের বিরুদ্ধে মামলা শুরু করতে পারে। কিনতু প্রশ্ন কবে শুরু হবে এই মামলা। দুদক তো মনে হয় ঘুমিয়ে আছে!

তাহের
১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ১০:৫১ অপরাহ্ন

বর্তমানে যারা চাঁদাবাজী-দখলবাজী করছে, তাদেরও ব্যবস্থা নিন।

আনোয়ার হোসেন
১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ৮:২৮ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status