ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা বাংলাদেশের বন্ধু নয়: মঈন খান

স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর ২০২৪, রবিবার

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যারা হিন্দু ও মুসলমান সম্প্রীতি নষ্ট করেছে তারা বাংলাদেশের বন্ধু নয়। বিগত ১৫ বছরে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যেসব আক্রমণ ও দুর্ঘটনা ঘটেছে তার সবই তৎকালীন সরকারের নাটক ছিল। যারা সত্যিকার অর্থে ধর্মকে বিশ্বাস করে তারা একে অপরের ক্ষতি করতে পারে না। যে দেশে হিন্দু-মুসলমান শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে, সেখানে পূজামণ্ডপে ও ধর্মীয় সংঘাত কেন হবে? গতকাল রাজধানীর উত্তরখান মৈনারটেক শিব দুর্গা মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন- সংখ্যালঘু এই ধারণায় বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশি। দলমত নির্বিশেষে সবাই এ দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রত্যেকটি ধর্মে বলা হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। সব ধর্মের কথা এক ভালো কাজ করা, ন্যায় বিচার করা, সুন্দর সমাজ ব্যবস্থা করা। যেখানে মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে। সর্বজনীয় ধর্মের যে শিক্ষা যখন আমরা নেবো তখন পৃথিবীতে কোনোদিন ধর্মে হানাহানি থাকবে না। এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পূজামণ্ডপ কমিটির হাতে বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন মঈন খান।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status