দেশ বিদেশ
নির্বাচন নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য চান ফারুক
স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর ২০২৪, রবিবারআগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বক্তব্য দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, দ্রুত সংস্কার করুন, আমাদের কোনো সমস্যা নেই। তবে নির্বাচন কবে হবে, এ বিষয়ে আপনার (অন্তর্বর্তীকালীন সরকারের) কাছ থেকে আমাদের স্পষ্ট বক্তব্য দরকার, যাতে ফখরুদ্দিন-মইনুদ্দিনের স্মৃতি আবার মানুষের মনে না জাগে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ সত্যের শক্তির উদ্যোগে ‘নির্বাচন ও নতুন বাংলাদেশ’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, দায়িত্ব নেয়ার পর ফখরুদ্দিন-মঈনুদ্দিন বলেছিলেন, তারা শিগগিরই জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু তারা তা করেনি। তারা যা করেছে, তা হচ্ছে হাসিনার সঙ্গে যৌথ ষড়যন্ত্র। চোখের চিকিৎসার নামে শেখ হাসিনা লন্ডন ও আমেরিকায় মঈনুদ্দিনের অদৃশ্যমান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এবং ফখরুদ্দিন-মঈনুদ্দিন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চুক্তি করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা এখন দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির অপচেষ্টা করছে। তারা বিপুল অর্থের মালিক এবং অসংখ্য দুর্নীতির অংশীদার। তিনি বলেন, কাঁচা মরিচের দাম এখন ৭০০ টাকা (প্রতি কেজি) কেন? আওয়ামী লীগের শেখ হাসিনার সিন্ডিকেট কী এখনো সক্রিয়? তারা যদি এখনো সক্রিয় থাকে, দয়া করে তাদের খুঁজে বের করে নাম প্রকাশ করার জন্য কাউকে নিয়োগ করুন।
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান বিএনপি’র এই নেতা।
আয়োজক সংগঠনের আহ্বায়ক লেখক ও কলামিস্ট রাকেশ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ (এবি) পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক, বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।