দেশ বিদেশ
ভারতে পালাতে গিয়ে আটক সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার
স্টাফ রিপোর্টার, বাহ্মণবাড়িয়া থেকে
১৩ অক্টোবর ২০২৪, রবিবারভারতে পালাতে গিয়ে সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার আটক হয়েছেন। কসবা সীমান্ত দিয়ে গতকাল দুপুরে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল দুপুরে তাকে উপজেলার পুটিয়া এলাকার ভারত সীমান্তের পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখে বিজিবি’র টহল দল। পরে তাকে আটক করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বারের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাকে কসবা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় দালাল চক্রের সদস্য মো. খায়রুল বাসার ও ভারতীয় দালাল চক্রের সদস্য মো. নাদিম মিয়ার সহযোগিতায় ভারতে পালানোর জন্য এ কে এম জি কিবরিয়া মজুমদার কসবা সীমান্তে আসেন। এ ব্যাপারে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার গণমাধ্যমে জানান, কিবরিয়া মজুমদার অবৈধভাবে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে।