ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

‘মা-বাবা আমাকে সংসারী দেখতে চান’

স্টাফ রিপোর্টার
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার
mzamin

সামনেই মুক্তি পাবে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। অন্যদিকে এদিকে চলতি মাসেই ‘বরবাদ’ নামে আরেক সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে তার। এর মাঝেই কাজ, বিয়ে, সংসারসহ নানা প্রসঙ্গে ওপার বাংলার আনন্দবাজার পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এ তারকা। এতে বারবার সম্পর্ক ভাঙা কতোটা আঘাত দিয়েছে জানতে চাইলে শাকিব খান বলেন, আঘাত তো দিয়েছেই। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। লাইফ ইজ আ জার্নি। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দু’জন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রূক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। শাকিব বলেন, আমার দুই সন্তান, মা-বাবা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছেন, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। সাক্ষাৎকারে তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেন শাকিব। শোনা যাচ্ছে শাকিব খান নাকি ফের বিয়ে করবেন? উত্তরে তিনি বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে, নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা-বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।

 

পাঠকের মতামত

try again and again .

david
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:৪৯ অপরাহ্ন

দোয়া করি তুই আবার বাবা হও কিন্তু স্বামী হতে পারবে না, সেইটা তোর কপালে লেখা নেই রে পাগল!!

MAHM
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:৩৮ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status