বিশ্বজমিন
টাটা ট্রাস্টের চেয়ারম্যান হতে পারেন নোয়েল টাটা
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৬:২০ অপরাহ্ন

ভারতের ধনকুবের, জনহিতৈষী রতন টাটা আর নেই। রেখে গেছে বিশাল অর্থের সাম্রাজ্য। এখন কে হবেন এই সাম্রাজ্যের বাহক, রক্ষক! তা নিয়ে অনেক কথা। তবে মনে করা হচ্ছে টাটা ট্রাস্টের উত্তরসূরি হতে পারেন রতন টাটার সৎভাই নোয়েল টাটা। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ৬৭ বছর বয়সী নোয়েল টাটা। নাভাল এইচ টাটা এবং সিমোনে এন টাটার সন্তান নোয়েল টাটা। রতন টাটা মারা যাওয়ার পর কে এখন টাটা ট্রাস্ট পরিচালনা করবেন, কে হবেন উত্তরসুরি সেই আলোচনা সামনে চলে এসেছে। টাটা ট্রাস্টের উত্তরসুরির নাম ঘোষণা করে যাননি রতন টাটা। ফলে ট্রাস্টির ভিতর থেকে নতুন একজন চেয়ারম্যান নির্বাচন করবে ট্রাস্টের পরিচালনা পরিষদ। এই ট্রাস্প ভারতে সবচেয়ে বড় দাতব্য বিষয়ক ফাউন্ডেশন। এতে আছেন ১৬৫০০ কোটি ডলারের টাটা গ্রুপের বেশির ভাগ মালিক। প্রাথমিকভাবে ট্রাস্টের দুটি প্রতিষ্ঠান- স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট- তারা টাটা সন্স-এর শতকরা প্রায় ৫২ ভাগ ধারণ করে। টাটা সন্স হলো টাটা গ্রুপের মূল কোম্পানি। এই গ্রুপের আছে বিস্তৃত শাখা প্রশাখা। এর মধ্যে আছে বেসামরিক বিমান চলাচল এবং অটোমোবাইলস। যদি নোয়েল টাটাকে নিয়োগ দেয়া হয় তাতে পারসি সম্প্রদায় সন্তুষ্ট হতে পারে এবং একই সঙ্গে এটা নিশ্চিত হবে যে, প্রতিষ্ঠাতা পরিবারের একজন সদস্য জনহিতৈষী এই সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন। এই সংগঠন ২০২৩ অর্থবছরে ৪৭০ কোটি রুপি বিতরণ করেছে।
কে এই নোয়েল টাটা: প্রায় চার দশক ধরে নোয়েল এন টাটা, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর। বর্তমানে টাটা গ্রুপ কোম্পানিজের পরিচালনা পরিষদে অবস্থান আছে নোয়েল টাটার। এর মধ্যে আছে ট্রেন্ট, ভোল্টাস অ্যান্ড টাটা ইনভেস্টমেন্ট করপোরেশনের বর্তমান চেয়ারম্যান। টাটা স্টিল অ্যান্ড টাইটান কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান। করপোরেট দায়িত্বের মধ্যে নোয়েল টাটা স্যার রতন টাটা ট্রাস্প এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের পরিচালনা পরিষদের একজন ট্রাস্টি। সম্প্রতি তিনি নির্বাহী দায়িত্ব হিসেবে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। টাটা গ্রুপের অস্ত্র বিষয়ক বাণিজ্য ও তা বিতরণের কাজ করে তারা। ২০১০ সালের আগস্ট থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত কোম্পানিটির টার্নওভার ৫০০ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৩০০ কোটি ডলার হয়েছে। টাটা ইন্টারন্যাশনালে তার ক্যারিয়ারের আগে নোয়েল টাটা ট্রেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সেখানে বিভিন্ন আকারে কোম্পানির সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৃটেনের সাসেক্স ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন নোয়েল টাটা। ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন আইএসইএডি থেকে। যদি তিনি নির্বাচিত হন তাহলে স্যার দোরাবজি টাটা ট্রাস্ট্রের ১১তম এবং স্যার রতন টাটা ট্রাস্টের ৬ষ্ঠ চেয়ারম্যান হবেন। এর আগে টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে একজন বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়েছিল নোয়েল টাটাকে। তবে সেই দায়িত্ব দেয়া হয়েছিল নোয়েল টাটার নিকটাত্মীয় সাইরাস মিস্ত্রিকে। তার বিতর্কিত বিদায়ের পর এই দায়িত্বে আসেন এন চন্দ্রশেখর।