বিবিধ
সর্বোচ্চ ফলাফল পেয়ে আল আজহারে এমফিল সম্পন্ন করলেন আকতার
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৬:১৩ অপরাহ্ন
মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সাইন্স অনুষদের অধীনে গবেষক আকতার কামাল সর্বোচ্চ ফলাফল এক্সিলেন্ট-মুমতাজ অর্জনের মাধ্যমে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তার থিসিসের আলোচ্য বিষয় ছিল আধুনিক (ইলেকট্রনিক)মাধ্যম সমূহ অবলম্বন করে চুক্তি সম্পাদন, উদাহরণ স্বরূপ ক্রয়-বিক্রয়। বাংলাদেশে এর প্রয়োগ: একটি তুলনামূলক ফিক্বহী অধ্যয়ন।
গবেষক আকতার কামাল আযহারী বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া থানার রত্না পালং ইউনিয়নে খোন্দকার পাড়া গ্রামের মরহুম শামসুল আলমের পুত্র। উখিয়া কোটবাজারে অবস্থিত রুমখা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল আলিম পাশ করেন। তিনি যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ পাশ করেন। এবং তিনি ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এবং আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালে অনার্স, ২০১৯ সালে মাস্টার্স করেন।
মাশাআল্লাহ, অভিনন্দন ।