ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

উচ্চশিক্ষায় সুযোগ সম্পর্কে জানাতে ঢাকায় মাল্টি ডেসটিনেশন এডুকেশন ডে

(৬ মাস আগে) ৯ অক্টোবর ২০২৪, বুধবার, ৫:৩৩ অপরাহ্ন

mzamin

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে উচ্চশিক্ষায় সুযোগ সম্পর্কে জানাতে ঢাকায় শুরু হচ্ছে ‘মাল্টি ডেসটিনেশন এডুকেশন ডে’ ২০২৪। অনুষ্ঠানটি ১৭ই অক্টোবর, ২০২৪ (বৃহস্পতিবার) পিএফইসি গ্লোবাল ধানমন্ডি অফিসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আগ্রহী শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অংশ নিতে পারবেন। 
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ, আয়ারল্যান্ড, জাপান, নিউজিল্যান্ড ও মালেশিয়ায় উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীরা ইভেন্ট চলাকালীন সময়েই তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কোর্স, স্কলারশিপ, অ্যাপ্লিকেশন ও পড়াশুনা পরবর্তী কাজের সুযোগ সম্পর্কিত যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। সেই সাথে থাকছে বিশ্বের সেরা সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় ৬০% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।
পিএফইসি কতৃপক্ষ জানায়, “উচ্চ শিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কয়েক বছর ধরে আমরা এই এক্সপো আয়োজন করে আসছি। আমরা ৯২.৭% পর্যন্ত স্কলারশীপ ও ৯৬.৭% ভিসা গ্র্যান্টের নিশ্চয়তা দিয়ে থাকি। এক্সপো-তে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ, আয়ারল্যান্ড, জাপান, নিউজিল্যান্ড ও মালেশিয়ায় উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীরা প্রায় শতভাগ বৃত্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। সেই সাথে দেশগুলোতে অধ্যয়ন-পরবর্তী কাজের সুযোগ, আবাসন ও উচ্চশিক্ষা সম্পর্কিত যেকোনো তথ্য জানতে তারা সরাসরি প্রতিনিধিদের সাথে কথা বলতে পারবেন।”
একই দিনে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে শিক্ষার্থীরা পাচ্ছে শিক্ষা, স্কলারশিপ এবং পড়াশুনা পরবর্তী কাজের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ। এছাড়া, ইভেন্টের দিন ফী ছাড়াই শিক্ষার্থীরা পাচ্ছে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ। 
এছাড়াও, ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় সব গিফট। অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ এবং পরবর্তীতে পিএফইসি গ্লোবালের মাধ্যমে ভিসার জন্য আবেদন করে ভিসা গ্রান্ট-এ পাওয়া যাবে অ্যাকশন ক্যামেরা। এছাড়াও ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইএলটিএস এবং পিটিই কোর্সে ২৫% ছাড়। 
‘মাল্টি ডেসটিনেশন এডুকেশন ডে’-তে শিক্ষার্থীরা একই স্থানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ, আয়ারল্যান্ড, জাপান, নিউজিল্যান্ড ও মালেশিয়ার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য, নানা ধরনের বৃত্তি ও সুযোগ-সুবিধা নিয়ে মুখোমুখী আলোচনা করতে পারবেন। আরও বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইটেঃ www.pfecglobal.com.bd
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status