ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

‘এই শহরে যে যত বেয়াড়া সে তত স্মার্ট’

স্টাফ রিপোর্টার
৯ অক্টোবর ২০২৪, বুধবার
mzamin

রাজধানীর প্রবেশমুখগুলোতে লাগামহীন জ্যাম। সেই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে জনজীবন অতিষ্ঠ। তবে গেল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বেশ কয়েকদিন এই জ্যাম থেকে কিছুটা স্বস্তিরই আভাস মিলেছিল। কারণ সে সময় রাস্তায় ট্রাফিক সামলানোর দায়িত্ব নিয়েছিল শিক্ষার্থীরা। বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন এমনটাই মনে করেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি বলেন, কিছুদিন আগে যখন ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছিল, সে সময়টাতে একদিন অফিসে দাঁড়িয়ে তিনতলা থেকে সে নিয়ন্ত্রণ কার্যক্রম অবাক হয়ে দেখছিলাম। দেখছিলাম, আমাদের অনিয়মের শহর ছুঁ মন্তরে নিয়ম মেনে চলতে পারে। মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই শহরের রাস্তায় কীভাবে চলাচল করে তা সকলেরই জানা। নিয়ম মানা কারও ধাতে নেই। দীর্ঘকাল ধরে অনিয়ম করতে করতে স্বাভাবিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে নিয়ম না মানা। যে যত বেয়াড়া সে তত স্মার্ট এই শহরে। অভিনেতার মতে, রাস্তায় চলাচলের যত রকম নিয়ম আছে, কেউই মানতে পছন্দ 
করে না। করতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, চাইলেই সব পারা যায়। মনে কথাটা ভেসে ওঠে, বাঙালি শক্তের ভক্ত নরমের যম। তবে এখন আবারো সেই পুরনো জ্যামের চিত্র ফিরে এসেছে রাস্তাঘাটে। রাজধানীর বেশকিছু পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা যা ইচ্ছে তাই! এই পরিস্থিতি তুলে ধরে আফজাল হোসেন বলেন, পথচলা স্বাধীন করে দেয়া হলো। আবার শহর ও মানুষ নিজের চলা-বলা ফেরত পেয়ে গেল। সবাই চলছে নিজের ইচ্ছামতো, বলছেও যার যার যেমন ইচ্ছা তেমন করে।

পাঠকের মতামত

আমার মতে এই জ্যামের জন্য গাড়ী চালকরাই দায়ী।

মোঃ জিল্লুর রহমান
৯ অক্টোবর ২০২৪, বুধবার, ১১:২৫ পূর্বাহ্ন

Traffic Jam: Yes Mr.Afzal right u are..thanks a lot..don't care style how many days or years together.

Anwarul Azam
৯ অক্টোবর ২০২৪, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status