ঢাকা, ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পগবার ৪ বছরের নিষেধাজ্ঞা নেমে এলো ১৮ মাসে

স্পোর্টস ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, রবিবারmzamin

ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবা চলতি বছরের ফেব্রুয়ারিতে নিষিদ্ধঘোষিত মাদক গ্রহণের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ হন। ৩১ বছর বয়সে এই নিষেধাজ্ঞায় তার ক্যারিয়ার অনেকে শেষ বলেই ধরে নেন। তবে আচমকাই শাস্তি কমে যাওয়ায় ক্যারিয়ার হয়তো বেঁচে গেল এই ফরাসি তারকার। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলের পরিপ্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে এসেছে ১৮ মাসে। বার্তা সংস্থা বিবিসি জানায়, ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার আগামী বছর জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারবেন ১১ই মার্চ থেকে। 
গত বছরের ২০শে আগস্ট সিরি ‘আ’তে জুভেন্টাস-উদিনেস ম্যাচের পর পগবার বিরুদ্ধে ডোপ-কাণ্ডের তদন্ত শুরু হয় । সেই ম্যাচের পর ডোপ পরীক্ষায় পগবার শরীরে টোস্টোস্টেরনের (পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা শুক্রাশয়ে উৎপন্ন হয়) মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। টেস্টোস্টেরন মাঠে খেলোয়াড়দের শক্তিবর্ধনে সাহায্য করে। এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাময়িকভাবে পগবাকে নিষিদ্ধ করে ইতালির ন্যাশনাল অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (নাডো)। এরপর ৬ই অক্টোবর নমুনার ‘কাউন্টার-অ্যানালাইসিসে’ও একই ফল আসে। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার ঘটনায় সাধারণত চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
পগবা দোষ স্বীকার করেন। সেক্ষেত্রে শাস্তির পরিমাণ কমার সম্ভাবনা ছিল। কিন্তু সেটি হয়নি। পরে ৪ বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন পগবা। তবে আগে থেকে শাস্তি ভোগ করতে থাকায় গত বছরের ১১ই সেপ্টেম্বর থেকেই পগবার নিষেধাজ্ঞার সময় বিবেচনা করা হয়। শাস্তি কমার খবরে বিবৃতি দিয়ে পগবা বলেন, ‘অবশেষ দুঃস্বপ্ন শেষ হলো। আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন থেকে আবার নিজের স্বপ্নের পথে চলা শুরু করতে পারব।’ বিবৃতিতে পগবা আরও বলেছেন, ‘সব সময় বলে এসেছি, আমি জ্ঞানত অ্যান্টি-ডোপিং এজেন্সির নিয়ম ভঙ্গ করিনি। আমি যখন ডাক্তার দ্বারা নির্ধারিত পুষ্টিকর সাপ্লিমেন্ট গ্রহণ করি, সেটি পুরুষ অ্যাথলেটদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে না বা বাড়ায় না।’ ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা পগবা বলেন, ‘এটা আমার জীবনের অত্যন্ত কষ্টদায়ক সময় ছিল। কারণ, আমি যে কাজের জন্য এত পরিশ্রম করেছি, সেটি থামিয়ে দেওয়া হয়েছিল।’
পগবা ২০২২ সাল থেকে খেলছিলেন জুভেন্টাসের হয়ে। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল। তবে চার বছরের নিষেধাজ্ঞার পর আবার ফুটবলে ফিরে আসার সম্ভাবনাও একরকম শেষ হয়ে যায়। চোটের কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে না পারা পগবা নিষেধাজ্ঞা পাওয়ার পর ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়। তবে শাস্তি কমায় নতুন করে শুরু করতে পারবেন পগবা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status