বিনোদন
নীলের তৃতীয়
স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৪, শনিবারপ্রায় এক দশক ধরে কাজ করে যাচ্ছেন উপস্থাপনার উজ্জ্বল মুখ নীল হুরেজাহান। খেলাভিত্তিক শোগুলো উপস্থাপনা করে তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে যুক্ত হন বিভিন্ন ধরনের শো উপস্থাপনায়। চ্যানেলের বাইরেও কর্পোরেট শো নিয়ে ব্যস্ত থাকতে হয় এ গ্ল্যামারার্স উপস্থাপিকাকে। যেমন গতকালও তিনি একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য পাড়ি জমিয়েছেন কক্সবাজার। সেখানে শো করে আগামীকাল ঢাকায় ফেরার কথা তার। নীল সেখান থেকেই মানবজমিনকে জানালেন তার উপস্থাপনা ও অভিনয় ব্যস্ততার খবর। তিনি বলেন, টিভি শো চলছে নিয়মিত। মাঝে কাজ একটু কম ছিল পরিস্থিতির কারণে। এখন আবার শুরু হচ্ছে। এরমধ্যে অন্য চ্যানেলগুলোর নিয়মিত শোয়ের বাইরে একুশে টিভিতে দুই মাস হলো একটি শো উপস্থাপনা করছি। তাছাড়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার কথাও চলছে। এদিকে মাঝেমধ্যেই উপস্থাপনার বাইরেও অভিনয়ে দেখা যায় নীলকে। এর আগে তাকে দু’টি ওয়েব ফিল্ম, নাটক ও একাধিক বিজ্ঞাপনে দেখা গেছে। নতুন খবর হলো এবার ক্যারিয়ারের ৩ নম্বর ওয়েব ফিল্মের কাজ করেছেন তিনি। নাম ‘সেকশন ৩০২, পার্ট ওয়ান-আয়নামহল’। এটি পরিচালনা করেছেন রিয়াদ। আর এটি দুই কিস্তিতে উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে। আপনি তো অভিনয়ের ব্যাপারে বেশ সচেতন, বেছে বেছে কাজ করেন। এবারের কাজটি করার কারণ কি? নীল উত্তরে বলেন, সত্যি বলতে এর গল্প, চরিত্রসহ সবকিছুই খুব ভালো লেগেছে। আমার চরিত্রের কয়েকটা লেয়ার রয়েছে এখানে। কখনো ভালো মনে হবে আমাকে আবার কখনো খারাপ। সব মিলিয়ে কাজটি করা। নীল বলেন, বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ওয়েব ফিল্মটির। এর দ্বিতীয় কিস্তিতে আমার চরিত্রটি আরও বড় পরিসরে হয়তো দেখবেন দর্শক। তার শুটিং এখনো হয়নি। সামনে হবে। বড় পর্দায় কাজের বিষয়ে নীল বলেন, প্রস্তাব এসেছে একাধিক। তবে মনের মতো হয়নি। সবকিছু শতভাগ হলে কাজ করবো।