ঢাকা, ১২ জুলাই ২০২৫, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

সার্চ কমিটির এক সদস্যের অপসারণ দাবি

স্পোর্টস রিপোর্টার
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার
mzamin

ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে নিয়ে বিতর্ক আছে আগে থেকেই। কমিটি গঠনের এক মাসের মাথায় ফেডারেশনগুলোর সঙ্গে সভা করছে সার্চ কমিটি। গুরুত্বপূর্ণ এসব সভাতে উপস্থিত থাকছেন না রানা। জানা গেছে, ব্যক্তিগত কাজে দেশের বাইরে আছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক এই সাধারণ সম্পাদক। এসবের মাঝেই কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হকি খেলোয়াড়রা। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সামনে সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ চেয়ে মানববন্ধনের পর ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন কয়েকজন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা।
সার্চ কমিটি পাঁচ সদস্যবিশিষ্ট। এর প্রধান জোবায়েদুর রহমান রানা। মেজর (অব.) ইমরোজ আহমেদের সঙ্গে কমিটিতে আছেন দুই সাংবাদিক আবুল কামাল আজাদ মজুমদার (আজাদ মজুমদার) ও মন্টু কায়সার (এমএম কায়সার)। কমিটির অন্যতম সদস্য ছিলেন বিএনপি নেতা মহিউদ্দিন বুলবুল। বাফুফে নির্বাচন উপলক্ষে এক প্রার্থীর অনুষ্ঠানে যোগ দেয়ার অভিযোগে তাকে কমিটি থেকে অব্যাহতি দেয় ক্রীড়া মন্ত্রণালয়। তার পরিবর্তে নতুন সদস্য হিসেবে নেয়া হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মুনীরুল ইসলামকে। এই কমিটির অন্যতম সদস্য মেজর (অব.) ইমরোজ আহমেদের অপসারণের দাবি করে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পী বলেন, ‘আমরা সার্চ কমিটির কর্মকাণ্ড এক মাস পর্যবেক্ষণ করেছি। সম্প্রতি সার্চ কমিটি হকি সংক্রান্ত সভায় কয়েকজনকে ডেকেছেন যা আমাদের কাছে পক্ষপাতমূলক মনে হয়েছে। এজন্য আমরা অভিযোগ করেছি।’ সার্চ কমিটির সভায় এসেছিলেন সাবেক হকি তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল ও মামুনুর রশীদ। সভায় তাদেরকে আমন্ত্রণ জানানোতেই মূলত ক্ষোভ জানিয়েছেন তারা। তাদের দাবি দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক দুই খেলোয়াড় বর্তমানে ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত না। উপদেষ্টা বরাবর দেয়া স্মারকলিপিতে হকির চিরাচরিত ক্লাব রাজনীতিও ইঙ্গিত করেছে। স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, মোহামেডান ও আবাহনীসহ অন্য অনেক ক্লাবের কর্মকর্তাকে ওই সভায় ডাকা হয়নি।’ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দুবাই রয়েছেন। তাই সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া শামসুল আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন। আগামী সপ্তাহের রবি-সোমবার উপদেষ্টা-সচিবের সঙ্গে তারা সাক্ষাৎ করে ইমরোজ আহমেদের ওপর অভিযোগের যৌক্তিকতা তুলে ধরবেন। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধনের ব্যানারে ইমরোজকে আওয়ামী দালাল হিসেবে আখ্যায়িত করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি জমা দিতে আসা শহিদুল্লাহ টিটু, হাজী হুমায়ূন, আরিফুল হক প্রিন্স যুবলীগের বহিষ্কৃত নেতা মমিনুল হক সাঈদের সঙ্গে একই প্যানেলে ফেডারেশনের কমিটিতে নির্বাচন করেছেন। সার্চ কমিটি বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটির খসড়া দাঁড় করিয়েছে। ইমরোজ আহমেদ সাবেক হকি খেলোয়াড় হওয়ায় হকির কমিটির বিষয়টি তিনি বিশেষভাবে দেখছেন। সেই কমিটি খানিকটা আঁচ করতে পারায় সাবেক হকি খেলোয়াড়দের একাংশের আজকের মানববন্ধন বলে ধারণা অনেকের।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status