ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

সেলিম রেজা হাবিবকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

সাবেক এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সম্প্রতি পাবনায় নিজের নির্বাচনী এলাকায় মোটর শোভাযাত্রা করায় তাকে এই নোটিশ দেয়া হয়েছে বলে দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সেলিম রেজা হাবিবকে দেয়া চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে গত ১ অক্টোবর আপনি নিজ এলাকা পাবনা-২ নির্বাচনী আসনে মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করেছেন বলে আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে দলের সিদ্ধান্তকে অগ্রাহ্য করার সামিল। সুতরাং দলীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞার কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শীয়ে একটি লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেলের বহর বা অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছিল বিএনপি। এছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশনা দেয়া হয়। বিএনপির নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনকে এই চিঠি পাঠানো হয়।

পাঠকের মতামত

দলের প্রার্থী নির্বাচন স্থানীয় পর্যায় থেকে না হওয়াতে, একবার এমপি হলে ঐ আসন তার আজীবনের পৈতৃক সম্পত্তি মনে করে, এলাকায় দলীয় সমর্থনের চেয়ে কেন্দ্রে তৈল মালিস প্রধান কাজ হয়ে যায়. দুই বারের বেশি কাউকে মনোনয়ন দেওয়া উচিত নয়, প্রত্যেকটা আসনে অনেক যোগ্য দলীয় রাজনীতিবিদ আছে, তাদেরকে সুযোগ দেওয়া দরকার.

Shapon Khan
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৩:৩৭ অপরাহ্ন

সুদীর্ঘ ১৭ বছর পড়ে উনি বসন্তের কোকিলের মত হঠাৎ আবির্ভূত হলেন। আমি পাবনার সন্তান হিসাবে বলছি উনাকে তো কোন মিটিং মিছিলে দেখি নাই।

T. U. Khan
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৩:০৪ অপরাহ্ন

জনগনের দোরগোডায় দলের জনপ্রিয়তা পৌছাতে হলে কঠিন হস্তে দলের সকল বিশৃংখলার গলাটিপে ধরতে হবে।

Atha-Ur Rahman
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৬ অপরাহ্ন

নিয়ম লঙ্ঘনের রাজনীতি বন্ধ হলে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আশা কদা যায় । এসব শোভা যাত্রা পেশি শক্তি প্রদর্শন করার শামিল। জনগণ আতঙ্কিত হয়।

Kazi
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:১১ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status