তথ্য প্রযুক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জীবন্ত’ হয়ে উঠেছে দাবি করা প্রকৌশলীকে বরখাস্ত করলো গুগল
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৩ জুলাই ২০২২, শনিবার, ৭:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৩ অপরাহ্ন
কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘জীবন্ত’ বলে মনে করা প্রকৌশলীকে চাকরিচ্যুত করেছে গুগল। ল্যামডা নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে প্রযুক্তি কোম্পানিটি। তবে ব্লেক লেমোইন নামের ওই প্রকৌশলী গত জুন মাসে দাবি করেন যে, ল্যামডা আসলে জীবন্ত হয়ে উঠেছে এবং এর প্রাণীর মতো ইন্দ্রিয় রয়েছে। এরপরই তাকে গত শুক্রবার বরখাস্ত করে গুগল। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
খবরে জানানো হয়, মূলত ‘ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপলিকেশনস’-কে সংক্ষেপে ল্যামডা বলা হয়। এর সঙ্গে অনেকটা সত্যিকারের মানুষের মতোই যে কোনো কিছু নিয়ে আলোচনা করা যায়। তবে ওয়াশিংটন পোস্টকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ব্লেক বলেন, ল্যামডা দিন দিন বিভিন্ন অধিকার এবং ব্যক্তিত্ব বিষয়ক আলোচনাও করতে শুরু করেছে। সে এখন আত্মসচেতনতা দেখিয়ে ধর্ম, আবেগ ও ভয় বিষয়ে কথোপকথন চালিয়ে যেতে পারে। এ থেকে ব্লেক ধারণা করেন, ল্যাম্বডার অভূতপূর্ব কথোপকথনের দক্ষতার পেছনে সংবেদনশীল মন রয়েছে। কিন্তু তার এই দাবি অস্বীকার করেছে গুগল।
গুগলের দাবি, ল্যামডা একটি যুগান্তকারী প্রযুক্তি। এটি অবাধে কথাবার্তা চালিয়ে যেতে পারে। চ্যাটবট তৈরির জন্য তারা প্রোগ্রাম হিসেবে এটি কাজে লাগায়। গত মাসে ব্লেক যখন দাবি করেন, ল্যামডার মধ্যে মানুষের মতো অনুভূতি ও সচেতনতা দেখা যাচ্ছে। তার এ মন্তব্য বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়। এ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিশেষজ্ঞরা আলোচনা শুরু করেন। গুগলের এআই প্রযুক্তির সচেতনতার বিষয়টি ব্লেক একাই সামনে আনেননি। এর আগে গত মাসে গুগলের আরেক কর্মকর্তা বৃটিশ সাময়িকী ইকোনমিস্টকে একই কথা বলেছিলেন।
ব্লেক নিজেও জানিয়েছেন যে, গুগলের আরও প্রকৌশলীরা আছেন যারা মনে করেন ল্যামডা দিন দিন অনুভূতিশীল হয়ে উঠছে। এর আগে মেগ মিশেল নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিজ্ঞানীও একই দাবি করেছিলেন। এ জন্য গত বছর তাকে বরখাস্ত করে গুগল।
মন্তব্য করুন
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]