ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: রিজভী

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এতে বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’। রিকশাটি কিনতে অর্থ সহযোগিতা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের সুতা এখনো আছে। তার দোসররা একটি করে সুতা পাকাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে। প্রতিটা রাষ্ট্রীয় সেক্টরে আওয়ামী দোসররা ওত পেতে বসে আছে। দোসররা শুনছে যে, ‘দেশের কাছাকাছি পতিত শেখ হাসিনা আছে, সে ঢুকলে আবার মাথাচাড়া দিয়ে বেরিয়ে পড়বে।’ শেখ হাসিনা চিনতেন না জনগণকে, তিনি ব্যবহার করেছেন পুলিশ-র‌্যাবকে। এরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো কাজে আসবে না। জনগণ এই ষড়যন্ত্র রুখে দিবে।
তিনি বলেন, শেখ হাসিনার উপহার হচ্ছে-গণতন্ত্রের কথা বললে হাত, পা ভেঙে দেয়া, গুম ও খুনের শিকার হওয়া। শেখ হাসিনার রোষানল-গুম থেকে এমপি, ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ রেহাই পায়নি। এগুলো সব করেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে। এত দুর্নীতি ও লুটপাট করেছেন কাউকে টুঁ-শব্দ পর্যন্ত করতে দেননি। আর শেখ হাসিনা হয়তো জানতেন কোনো দিন তার পালিয়ে যাওয়া লাগতে পারে। তাই তিনি তার কাছের আত্মীয়-স্বজন ও লোকদের দিয়ে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন।

রিজভী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে পাশের দেশ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ সহযোগিতা করেছে। তিনি জনবিচ্ছিন্ন হওয়ায় ভারতের গোয়েন্দা সংস্থার উপর নির্ভরশীল ছিলেন। তিনি মানতেন তাকে ‘র’ ক্ষমতায় টিকিয়ে রাখবে। এ জন্য কেউ ভারতের বিরুদ্ধে ‘টু’ শব্দ করলে তার রক্ষা ছিল না।
অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আপনাদের ভয় কীসের? আপনারা এখনো হাসিনার দোসরদের কেন ধরছেন না, পদচ্যুত করছেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিলুপ্ত করছেন না কেন? এরাই তো খুনি, গুন্ডা- এদের হাত দিয়ে শহীদ হয়েছে আমাদের ছাত্র-জনতা।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি প্রমুখ।
 

পাঠকের মতামত

এ সরকার আওয়ামী চেতনার সরকার। এদের কর্মকান্ড দেখে মনে হচ্ছে এরা আওয়ামীলীগকে পুনর্বাসন না করা পর্যন্ত নির্বাচন দিবে না। সংস্কারের যে সব কথা বলতেছে, তা শুধুই সময় পার করার একটা কৌশল।

সিরু
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৭:৩৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status