খেলা
সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
দেশে না ফিরতে পারলে কানপুরের টেস্টই হবে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেললেও কানপুরে খেললেন বিদেশের মাটিতে শেষ লাল বলের ম্যাচ। যদিও বিদেশে শেষটা সুখকর হয়নি। ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিবকে ব্যাট উপহার দেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের পথচলা শুরু ২০০৬ সালে আর কোহলির ২০০৮ সালে। দুজনে লম্বা সময় একে অপরের বিপক্ষে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি ৭ বার সাকিবের শিকার হয়েছেন। আর কোনো এশিয়ান বোলার কোহলিকে এতবার আউট করতে পারেননি।
এদিন ম্যাচ শেষে নিজের অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট সাকিবকে উপহার দেন কোহলি। এরপর দুজনেই মেতে ওঠেন অট্টহাসিতে।