ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১২:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

আজ থেকে দেশের সুপারশপগুলোতে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। এ ছাড়া মঙ্গলবার থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

ওই সভার পর সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, ‘১ অক্টোবর থেকে সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের দেওয়া যাবে না। বিকল্প হিসেবে সব সুপারশপে বা শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের জন্য রাখা হবে।’

পাঠকের মতামত

পলিথিন আসলে আগে থেকেই নিষিদ্ধ। এখন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সবাই যদি শপিং ব্যাগ নিয়ে বাজারে যাই তাহলে পলিথিন ব্যবহার করার কোন প্রয়োজন‌ই হয় না। প্রয়োজনে একাধিক শপিং ব্যাগ নিতে পারি শুকনো এবং ভেজা বাজারের জন্য। পলিথিন যেখানে সেখানে ফেলার কারণে নদী নালা খাল বিল ভরাট হয়ে যাচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, আবার পুড়িয়ে ফেললেও পরিবেশের ক্ষতি হচ্ছে।

ইরফান
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৬:৫৯ অপরাহ্ন

বিকল্প কি?

মিলন আজাদ
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন

গঠণমূলক এবং সময়োপযোগী সিদ্ধান্ত।

রুমান আহমেদ খাদেম
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১:০৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status