ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

পুঁজিবাজারে সংস্কারে রোডম্যাপ তৈরিতে অংশীজনদের ডাকলো বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৯:২৬ অপরাহ্ন

ক্রমাগত দরপতনে বিনিয়োগকারীদের হতাশা ও ক্ষোভের মধ্যে পুঁজিবাজারের উন্নয়নে সম্ভাব্য ‘সংস্কারের রোডম্যাপ’ ঠিক করতে অংশীজনদের নিয়ে বৈঠকের ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, আগামী সোমবার থেকে এই সভা শুরু হবে।
প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই, চিট্টাগং স্টক এক্সচেঞ্জ-সিএসই, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড-সিডিবিএল, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড-সিসিবিএল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট-বিআইসিএম, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস-বিএএসএম ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড-সিএমএসএফ এর শীর্ষ নির্বাহীদের ডাকা হয়েছে।
১লা অক্টোবর ব্রোকার-ডিলারদের সংগঠন ডিএসই ব্রোকারস এসোসিয়েশন-ডিবিএ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন-বিএমবিএ, এসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড, এএএমসিএমএফ, এসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ-এসিআরএবি, বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ-বিএপিএলসি, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল-এফআরসি ও ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি এর সঙ্গে বৈঠক হবে।

মন্ত্রণালয়, বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, পুঁজিবাজার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এসোসিয়েশন, চেম্বার, এজেন্সি এবং বিনিয়োগকারীদের সংগঠনের সঙ্গে পুঁজিবাজারের সার্বিক সংস্কারের বিষয়ে মত বিনিময় সভা করবে বিএসইসি।

গত ৫ই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিএসইসির দায়িত্বে আসেন খন্দকার রাশেদ মাকসুদ।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status