ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

রকমারি

কাঁচের বোতলে ২০০ বছরের পুরোনো বার্তা!

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

ফ্রান্সের একটি প্রত্নতাত্ত্বিক সাইটে কাজ করা একদল ছাত্র সম্প্রতি একটি অবিশ্বাস্য আবিষ্কার করেছেন। বিবিসি জানিয়েছে, গবেষক ছাত্রদের একটি দল সম্প্রতি ফ্রান্সের নরম্যান্ডিতে এক খনন স্থানে বোতলবন্দি ২০০ বছরের পুরনো একটি বার্তা খুঁজে পেয়েছেন। খনন করার সময়, তারা মাটির পাত্রের ভিতরে লুকানো একটি ছোট কাঁচের বোতল খুঁজে পান। বোতলটি, প্রায় ২০০ বছর ধরে লুকানো ছিল। ইউরোপীয় ইউনিয়নের আঞ্চলিক প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান গুইলাম ব্লন্ডেলকে অনুসন্ধানের জন্য খনন স্থানে পাঠানো হয়েছিল। ব্লন্ডেল বোতল খুলে চিরকুটটি বের করেন। নোটটি লিখে গেছেন প্রত্নতত্ত্ববিদ পিজে ফেরেট। তিনি ১৮২৫ সালের জানুয়ারিতে ‘সাইট দে লাইমস’ এলাকাতে একটি খননকার্য পরিচালনা করেছিলেন বলে এতে লেখা হয়েছে। ফেরেট লিখেছেন, তিনি বেশ কয়েকটি বৈজ্ঞানিক সমিতির সদস্য ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

ব্লন্ডেল বলছেন, ‘আমরা জানতাম এখানে অতীতে খননকাজ হয়েছে, কিন্তু ২০০ বছর আগে থেকে এই বার্তাটি খুঁজে পাওয়া ... এটি একটি সম্পূর্ণ বিস্ময়কর ছিল। কখনও কখনও এই টাইম ক্যাপসুলগুলো খননকার্যের সময় আমাদের হাতে চলে আসে, যা সত্যিই অবিশ্বাস্য। প্রত্নতত্ত্বে এটি খুব বিরল’। 

পৌরসভার রেকর্ডগুলো নিশ্চিত করে যে, পিজে ফেরেট 'সাইট দে লাইমস সাইটে  ২০০ বছর আগে প্রথম খননকার্য চালিয়েছিলেন। প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ উভয়ই এই আবিষ্কারে উত্তেজিত এবং মুগ্ধ। বার্তাটি গৌলিশ গ্রামের ইতিহাসের পাশাপাশি উনিশ শতকের প্রথম দিকে ব্যবহৃত প্রত্নতাত্ত্বিক পদ্ধতির দিকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে।

ব্লন্ডেল জানাচ্ছেন, গবেষণার পর দেখা গেছে এটা ছিল একধরনের সুগন্ধির বোতল যা সেইসময়ে নারীরা ব্যবহার করতেন।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

প্রত্নতত্ত্ববিদরা মাঝে মাঝেই এই ধরনের জিনিস প্ল্যান্ট করেন, যেন তাঁরা কিছু একটা আবিষ্কার করেছেন এই ব্যাপারটা জানাতে পারেন এবং তাদের খননকার্য আরো চালিয়ে নিতে পারেন । এতে তাদের ইনকাম সোর্স ইন্টাক্ট থাকে। এগুলো একধরনের জালিয়াতি ।

মেঘকুন্ড দাস
২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১:০৬ অপরাহ্ন

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status