বিবিধ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
(১ মাস আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৩:৩৬ অপরাহ্ন
প্রতিবছরের মতো এই বছরও ২৫শে সেপ্টেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিশ্বব্যপী ফার্মাসিস্টদের সম্মানে পালিত হলো ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’। বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ এবং ফার্মাসিউটিক্যাল ক্লাবের সহযোগীতায় র্যালির আয়োজন করা হয় উক্ত দিবস উপলক্ষে। দিবসটির এই বছরের বিষয়বস্তু - বিশ্বব্যপী স্বাস্থ্যখাতে চাহিদা পূরণে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা (ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রদত্ত)।
ফিতা কেটে এবং বেলুন উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ড.আব্দুর রব খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ এন্ড সায়েন্স এর সম্মানিত ডিন প্রফেসর ড. দীপাক কুমার মিত্র, ফার্মাসিউটিক্যাল অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো.মাহবুবুর রহমান এবং ড.মো.সৈয়দ উয জামান,ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স।
উদ্বোধন শেষে ভবিষ্যত ফার্মাসিস্টদের উদ্দেশ্যে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। আব্দুল হান্নান চৌধুরী বিশ্বব্যপী স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মানবসেবায় নিজেদের উৎর্সগ করার অনুপ্রেরণা দেন।
অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন নর্থ সাউথ ফার্মাসিউটিক্যাল ক্লাবের উপদেষ্টা জুনায়েত হোসেন খান(সিনিয়র লেকচারার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)
উক্ত দিবসটি পালনের মূল লক্ষ্য - স্বাস্থ্যখাতের নীরব যোদ্ধা ; ফার্মাস্টি, যারা পর্দার আড়ালে নিরন্তর পরিশ্রম করে রোগীর সেবা এবং কল্যাণে তাদের অবদান দেশব্যপী তুলে ধরা এবং ফার্মাস্টিদের কর্মপরিসর বিস্তারে সচেতনতা তৈরি করা।