দেশ বিদেশ
হিন্দুস্তান টাইমস
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা কম
মানবজমিন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারজাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার এই তথ্য দিয়েছে গণমাধ্যমটি। এতে বলা হয়, এ মাসের শুরুর দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে একটি বৈঠকের আনুষ্ঠানিক অনুরোধ করেছিল বাংলাদেশ। যেখানে ড. ইউনূস ও মোদি উভয়েই উপস্থিত থাকবেন। তবে এই আনুষ্ঠানিক বৈঠকটির সম্ভাবনা নেই। ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্তান টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা লাঘবে এ বৈঠকে আগ্রহ দেখিয়েছে ঢাকা। তবে এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডা নয়। এ ছাড়াও যুক্তরাষ্ট্রে মোদির ৩ দিনের একটি সফরের পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তিনি ২১শে সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটন কোয়াড লিডারস সামিটে যোগ দেবেন। ২৩শে সেপ্টেম্বর মোদি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তাদের একজন বলেন, প্রধানমন্ত্রী মোদি নিউ ইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক তার সময়সূচিতে নেই। এ সকল বিষয় ছাড়াও সমপ্রতি একটি সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ ইস্যুতে ড. ইউনূসের মন্তব্য ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রতিদিনের মন্তব্য দিল্লি ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন ওই কূটনৈতিক সূত্র। এ ছাড়া যুক্তরাষ্ট্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। তবে তাদের সাক্ষাৎ কোথায় বা কখন হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।