ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: গণসংহতি আন্দোলন

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:০৭ অপরাহ্ন

নতুন করে এদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 
নেতৃবৃন্দ বলেন, মব লিঞ্চ করে ভয়ঙ্কর নিষ্ঠুরতার সঙ্গে পিটিয়ে মানুষ মেরে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর এরকম হত্যা কোনোভাবেই ছাড় পেতে পারে না। নতুন করে এদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বরদাশত করা হবে না।  
তারা বলেন, গত কয়েকদিনে ৬ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহমেদ এবং বুধবার রাতে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আরো একজনকে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং এই ঘটনায় ব্যবস্থা নিতে অক্ষম প্রক্টর, আবাসিক শিক্ষককেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এরকম ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে দ্রুততম সময়ের ভেতরে এই ঘটনার সঙ্গে যুক্তদের বিচার নিশ্চিত করতে হবে। 
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, মব লিঞ্চ ঘটনা ঘটতে দেয়া যাবে না। সেই সঙ্গে এটা সকলকে বুঝিয়ে দেয়া জরুরি যে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র রূপান্তর ও মেরামতের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক দেশের দিকেই যাত্রা করবে। আগামীর বাংলাদেশে একদিকে যেমন অপরাধপ্রবণতা কমে সুশাসন নিশ্চিত হবে, জনতা নিজের হাতে আইন তুলে নিবে না এবং অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না।
 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status