বিশ্বজমিন
বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ বাতিলের দাবি হিন্দুত্ববাদী সংগঠনের
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৭ অপরাহ্ন
ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন ক্রিকেট ম্যাচ বাতিলের আহ্বান জানিয়েছে ভারতের গোয়াভিত্তিক ‘হিন্দুত্ববাদী’ একটি উগ্র সংগঠন। গোয়া হচ্ছে ভারতের পশ্চিম উপকূলবর্তী একটি অঙ্গরাজ্য। বাংলাদেশ-ভারত আসন্ন ক্রিকেট ম্যাচ বাতিলের দাবি করা সংগঠনটির নাম হিন্দু জনজাগৃতি সমিতি। বৃহস্পতিবার চেন্নাইতে দু’দেশের মধ্যে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচটি বাতিল করার অনুরোধ জানিয়েছে এই সংগঠন। সংগঠনটি ভারতের ক্রিকেট বোর্ডের কাছে এই আহ্বান জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। এতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেট ম্যাচের আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে তারা। একইসঙ্গে এই ম্যাচকে একটি কলঙ্কজনক কাজ বলে অভিহিত করেছে। তাদের দাবি বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতা অব্যাহত রয়েছে। ফলে তারা ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচ বাতিলের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে হিন্দু জনজাগৃতি সমিতি বলেছে, তাদের সমিতি ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অবিলম্বে বাংলাদেশ-ভারত মধ্যকার সকল ম্যাচ বাতিলের অনুরোধ জানিয়েছে। এছাড়া বাংলাদেশী শিল্পীদের সমন্বিত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলেরও অনুরোধ করেছে সংগঠনটি। ৫ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের সাধারণ হিন্দুদের টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। উল্লেখ্য- চেন্নাই, কানপুর, গোয়ালিয়র, দিল্লি এবং হায়দ্রাবাদের ভেন্যুতে ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল।
ভারতের গোয়া ভিত্তিক উগ্র হিন্দুত্ববাদী সংঘটন জনজাগৃতি সমিতির নেতৃবৃন্দ কে আহবান করবো বাংলাদেশে কোথায় কোন জায়গায় হিন্দুরা নির্যাতিত হচ্ছে তাহা ক্লিয়ার করে বলুন কারণ বাংলাদেশে সব ধর্ম গোত্রের মানুষগণ যুগের পর যুগ সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে সহবস্থান করছেন তাই ভারতের উগ্রবাদী হিন্দুত্ব পাটি বিজেপির সরকার ও হিন্দুত্ববাদী বিভিন্ন সংঘটন গুলোর উচিত এখানে কিভাবে সব ধর্মের মানুষ শান্তি পূর্ণ ভাবে একত্রে বসবাস করে তার জন্য বাংলাদেশ কে ফলোআপ করা সুতরাং সমাজে অহেতুক বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিজেদের দেশে বিজেপির আমলে হরহামেশা নির্যাতিত মুসলমানদের তাদের জানমাল ও ধর্মীয় প্রতিস্টান গুলো কে রক্ষা করতে চেষ্টা করুণ।