রাজনীতি
আগামীকাল আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পাচ্ছে গণসংহতি আন্দোলন
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৯ অপরাহ্ন
আগামীকাল (১৭ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানানঃ
গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয়ার জন্য হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে আপিল করেছিল সেটা কমিশন প্রত্যাহার করায় হাইকোর্টের রায় বাস্তবায়নে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে কমিশন। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপিত না হওয়ায় আগামীকাল দুপুর ১২:৩০ মিনিটে নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের হাতে তুলে দিবে নির্বাচন কমিশন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত থাকবেন।