বিনোদন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে ন্যান্সি
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান ২০২৩ এ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়নপূর্বক পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য ১৩ সদস্যের ‘জুরি বোর্ড’ পুনর্গঠন করা হয়েছে। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে গঠিত জুরি বোর্ডে স্থান পেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। রয়েছেন স্বনামধন্য সংগীত পরিচালক প্রিন্স মাহমুদও। ন্যান্সি বলেন, ভীষণ সম্মানিত বোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে যারা আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেছেন। একইসাথে দেশবাসীর কাছে দোয়া চাই, যেনো আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
জুরি বোর্ডে অন্যান্যদের মধ্যে আছেন- চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম প্রমুখ। উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করে জুরি বোর্ড আগামী ০২ (দুই) মাসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
good
অভিনন্দন প্রিয়
কণ্ঠশিল্পী আসিফ আকবর সাহেবকেও জুরি বোর্ডে রাখা দরকার ছিল।
অবহেলিত সুরের পাখি কনকচাপাকেও রাখা উচিৎ ছিলো।
Excellent decision
Right decision for Nancy Madam.