বিনোদন
রচনার অনুরোধ
বিনোদন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারআরজি কর-কাণ্ডকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। এবার চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানালেন হুগলির সাংসদ এবং অভিনেত্রী রচনা ব্যানার্জী। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো দিনও বলিনি যে তারা ভুল কাজ করছেন, আমরা সবসময় তাদের সঙ্গে চলছি, তাদের পাশে রয়েছি। কারণ তারা বিচার চাইছেন এবং আমরাও সবাই বিচার চাইছি। আমরা চাই দোষীরা শাস্তি পাক। যেই হোক না কেন সে আমাদের সামনে আসুক এবং তাকে সাজা দেয়া হোক। তার জন্যই এই আন্দোলন ও প্রতিবাদ। সেটাকে আমরা শতভাগ সমর্থন করি। জুনিয়র ডাক্তারদের পাশে শুধু আমি নই সারা পৃথিবীর মানুষ আছেন, পশ্চিমবঙ্গের মানুষ আছেন। রচনা বলেন, আমাদের একটাই বক্তব্য ছিল যে, আমরা তিলোত্তমার জন্য আন্দোলন করছি, প্রতিবাদ করছি। কিন্তু আজকে তাদের এই কর্মবিরতির জন্য অনেক মানুষ দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। অনেক মানুষ মারা যাচ্ছেন। তাদের কথা একটুখানি ভেবে দেখলে খুব ভালো হয়। করজোড়ে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধও করেন তিনি।