ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

দেশের স্বার্থে পোশাক খাতে অস্থিরতা বন্ধ করতে হবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৯ অপরাহ্ন

mzamin

দেশের স্বার্থে তৈরি পোশাক খাতে অস্থিরতা বন্ধের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল বুধবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দরা এই আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, দেশের স্বার্থে তৈরি পোশাক ও ওষুধ শিল্প খাতে অস্থিরতা বন্ধ করতে হবে। গাজীপুর, সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শত শত কারখানা ভাঙ্চুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। হামলাকারীদের কাউকেই স্থানীয় ও কারখানার শ্রমিকরা চেনেন না। কারখানায় অসন্তোষ দেখা দিলেও শ্রমিকরা কখনোই মেশিন ভাঙচুর করেন না। এর পেছনে একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছেন মালিকপক্ষ। বর্তমানে শতাধিক কারখানা বন্ধ রয়েছে। অথচ দেশের প্রায় ৪০ লাখ লোকের কর্মসংস্থান এই রপ্তানিমুখী শিল্পের সঙ্গে জড়িত। দেশের অন্যতম রপ্তানি আয়ের এই খাতকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে। পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকারভিত্তিতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রীয় করার উদ্যোগ নিতে হবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসাকে প্রাধান্য দিতে হবে।

খেলাফত মজলিসের আমীর মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ।


 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status