ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

কমানো হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:১৮ অপরাহ্ন

mzamin

ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমানো হয়েছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 
১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা হতে কমিয়ে করা হয়েছে ৩০ টাকা। ১২ বছরের নিচে প্রতিজনের প্রবেশ ফি ছিলো ৫০ টাকা।  বর্তমানে ৬-১২ বছর বয়সীদের প্রবেশ ফি করা হয়েছে ১৫ টাকা এবং ০-৫ বছর বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দলগত ফি ১ হাজার টাকা, ১০১-২০০ জনের দল হলে ফি ১ হাজার ৫০০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।
এছাড়া উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য প্রতি ব্যক্তির বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর-মার্চ সকাল সাড়ে ৬ থেকে সাড়ে ৯ টায় পর্যন্ত এবং এপ্রিল-অক্টোবর সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত কার্ডধারীরা বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন। 
কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড নিতে হবে। 
উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলে জনসাধারণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই ফি কমানোর নির্দেশনা দেন।

পাঠকের মতামত

ফি এর চাইতে ভিতরের নিরাপত্তা গুরুত্ব পূর্ণ। একশ্রেনীর আড্ডাবাজ, চাঁদা বাজি, সন্ত্রাসী বখাটে যুবকরা ভিতরে যুগল দেখলেই ভয়ভীতি দেখিয়ে টাকা তুলে। ওদের ধরে ভিতরেই মেরে ফেলা হোক। দেশের জনসংখ্যা অনেক, তাই এইসব বখাটে সন্ত্রাসীদের মেরে ফেললে দেশের সম্পদ কমবে না, মানবতাবিরোধী অপরাধ হবে না বরং শান্তিতে আয় ও বরকত দিবে।

Khokon
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:০১ অপরাহ্ন

আগে প্রবেশ ফি ছিলো ২০ টাকা এখন ৩০ টাকা হলে যথেষ্ট হয়, কিন্তু এত বেশি পরিমান খুবই অপরিহার্য, ১২ বছরের নিচে বয়সের বাচ্চাদের জন্য ফ্রি করা উচিত ছিলো, এখন যা নির্ধারণ করা হয়েছে তা সম্পূর্ণ অযুক্তিক

Monir Hossain
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:২৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status