অনলাইন
সদ্য নিয়োগপ্রাপ্ত ৮ ডিসির নিয়োগ বাতিল
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন
সদ্য নিয়োগপ্রাপ্ত আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
যে আট জেলার ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে সেগুলো হলো-লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী।
এছাড়া চার জেলায় ডিসি পদে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের জেলা রদবদল করা হয়েছে। এর মধ্যে যাকে টাঙ্গাইলে দেওয়া হয়েছিল, তাকে পঞ্চগড়; যাকে নীলফামারীতে দেওয়া হয়েছিল, তাকে টাঙ্গাইল; যাকে নাটোরে দেওয়া হয়েছিল, তাকে লক্ষ্মীপুর এবং যাকে পঞ্চগড়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তাকে নীলফামারীতে ডিসি করা হয়েছে।
এর আগে সিলেটে ডিসি নিয়োগের এক দিন পর তা বাতিল করে নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।
উল্লেখ্য, সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। পরদিন মঙ্গলবার আরও ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেয়া হয়। তবে ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনের মধ্যে অনেককে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানান কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রজ্ঞাপন ঘিরে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন।
এইসব বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এরা প্রশাসনে চাকরি করে তাই এদের আরও সুশৃঙ্খল হওয়া আবশ্যক। কোন বদলী আদেশ ত্রুটিপূর্ণ হলেও তা প্রতিপালন সাপেক্ষে অন্তত পক্ষে দুইমাস পরে তা বাতিল বা সংশোধন করতে হবে৷
এই সরকার আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারীদের বদলি করে বিএনপি জামায়াতের লোকদের চেয়ারে বসিয়ে দেশকে ভালো করতে গিয়ে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের লোকেদের তো পেট ভরা ছিল এবং তারা ভয়ে ভয়ে সব কাজ করতো কিন্তু বিএনপি জামায়াতের লোকেরা ১৭ বছর ক্ষুধার্ত বাঘের মতো আছে। ওরা নিজেদের পেট ভরতে সব অন্যায়, দুর্নীতি করে যাবে। তার মানে যেই লাউ সেই কদু। হায়রে ডেঙ্গু লীগ।
RAW/আওয়ামীলীগের এর দালাল আলী ঈমাম মজুমদারকে যে/যারা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে তারা ও ইন্ডিয়ান RAW এর এজেন্ট/দালাল।
সরকারি কর্মকর্তা হয়ে উর্ধতন কর্মকর্তার গায়ে হাত, নিজেরা হাতাহাতি করা, তাও সচিবালয়ে এটা কতটুকু শোভা পায় না, তাদের সব বরখাস্ত করা প্রয়োজন। একনায়কতন্ত্রের সরাসরি সমর্থকদেরও বরখাস্ত করতে হবে।
The officers who are involved in this unruly “protest” & who ever are behind this for instigation should be found out & sacked right away. This sor t of behaviour can not should not be tolerated in any circumstances.
যদি নিয়োগে কোনোপ্রকার ভুল-ভ্রান্তি থাকে তা নিয়ে আলোচনা বা সাধারণ প্রতিবাদ করা যেতে পারে। তাই বলে সরকারি কর্মকর্তা হয়ে উর্ধতন কর্মকর্তার গায়ে হাত, নিজেরা হাতাহাতি করা, তাও সচিবালয়ে এটা কতটুকু শোভা পায়? তারা ডিসি হতে চাইছেন, নিজেরাই একপ্রকার আইন হাতে তুলে নিলেন। এটা কতোটা গ্রহণযোগ্য ? বর্তমান সরকার খুবই আন্তরিকতার সাথে বিগত ১৫ বছরের জঞ্জাল দূর করার চেষ্টা করছে, সেই সময়ে সচিবালয়ে এহেন পরিস্থিতি তৈরি কাম্য নয়।
যদি নিয়োগে কোনোপ্রকার ভুল-ভ্রান্তি থাকে তা নিয়ে আলোচনা বা সাধারণ প্রতিবাদ করা যেতে পারে। তাই বলে সরকারি কর্মকর্তা হয়ে উর্ধতন কর্মকর্তার গায়ে হাত, নিজেরা হাতাহাতি করা, তাও সচিবালয়ে এটা কতটুকু শোভা পায়? তারা ডিসি হতে চাইছেন, নিজেরাই একপ্রকার আইন হাতে তুলে নিলেন। এটা কতোটা গ্রহণযোগ্য ? বর্তমান সরকার খুবই আন্তরিকতার সাথে বিগত ১৫ বছরের জঞ্জাল দূর করার চেষ্টা করছে, সেই সময়ে সচিবালয়ে এহেন পরিস্থিতি তৈরি কাম্য নয়।
আলী ইমাম মজুমদারকে যত তাড়াতাড়ি সরানো যায় ততই মঙ্গল।
বুড়া আলি ঈমাম মজুমদার কে সরাতে হবে।
আলি ঈমাম মজুমদার কে যত দ্রুত সম্ভব সরানো হোক।
ভুল মানুষ করবে, তবে সাংবাদিক মহলের উৎকৃষ্ট কাজের ফলস্বরুপ সে ভুলগুলো তাৎক্ষণিক ধরা পড়তেছে। আর প্রধান উপদেষ্টা একজন ডাইনামিক চিন্তার ব্যক্তিত্ব বিধায় তিনি সাথে সাথেই পদক্ষেপ নিচ্ছেন।
যে ৮ জন ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে সব গুলোই আওয়ামী লীগে লোক ছিল।
দুর্নীতিবাজদের সরাসরি চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনা হোক
কিছু দিন থেকে দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে সরকারি প্রশাসকদের আজকে নিয়োগ দিলে কালকে আবার সেই নিয়োগ বিভিন্ন কারণে বাতিল হচ্ছে তাই কতৃপক্ষের নিকট অনুরোধ তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় ভেবে চিন্তায় কাজ করুন যাহাতে স্বৈরাচার একনায়কতন্ত্র ডিক্টেটর শাসক শেখ হাসিনার প্রশাসকরা যেন কোথাও মাঠে পর্যায়ে কাজ করার সুযোগ না পায়।