ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

বাগযুদ্ধের আগে হ্যারিস-ট্রাম্প করমর্দনের বিরল দৃশ্য

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ২:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

অবিশ্বাস্য হলেও সত্যি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুযুধান দুই প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারের ভোটে দ্বিতীয়বারের প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমালা হ্যারিসের করমর্দন। 
দুই মহারথীর বিতর্ককে ঘিরে যখন বিশ্বের রাজনৈতিক বিশেষজ্ঞদের চোখ টিভির পর্দায় আটকে ছিল, তখন হঠাৎ কমালা হ্যারিস বিস্ময়ের দৃষ্টি কপালে তুলে এগিয়ে আসলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের দিকে। বাড়িয়ে দিলেন সৌজন্য বিনিময়ের হাত। ২০১৬ সালের পর এই প্রথম দুই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জাতীয় বিতর্কসভায় করমর্দন করলেন। দুই প্রতিদ্বন্দ্বী বিতর্কের মঞ্চে প্রবেশ করার সাথে সাথে ট্রাম্প তার স্থান নিতে বাম দিকে তার পডিয়ামের দিকে এগিয়ে যান। অন্যদিকে, কমালা হ্যারিস মঞ্চ অতিক্রম করে তার কাছে এগিয়ে গিয়ে হাত ধরে ট্রাম্পের সাথে সৌজন্য বিনিময় করেন। 
সাবেক প্রেসিডেন্টকে ভাইস প্রেসিডেন্ট নিজের পরিচয় দিয়ে বললেন, ‘আমি কমলা হ্যারিস। আসুন একটি সুন্দর বিতর্কে অংশ নেওয়া যাক।’ রসিক ট্রাম্পের উত্তর, আপনাকে দেখে খুবই ভালো লাগছে, আসুন আনন্দের সঙ্গে তর্ক শুরু করি। হ্যারিস বলেন, ধন্যবাদ। 
এরপরই শুরু হয় ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কমালা হ্যারিসের অন্যতম বড় দ্বৈরথ। যদিও এমন কোনো নিয়ম নেই যার জন্য দুই প্রার্থীকে হাত মেলাতে হবে। তবে এটি সাধারণত রাজনৈতিক বিতর্কে মুখোমুখি হওয়ার আগে সৌজন্যতার বার্তা বহন করে। বিতর্কের শুরুতে যে পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্যের বাতাস বইছিল মুহূর্তে তা উবে গিয়ে ক্রোধ ও একে অপরকে আক্রমণ এবং সম্ভ্রমের আবরণ ছিঁড়ে বেরিয়ে আসে অন্য মুখ। এই টিভি বিতর্ককে বলা হচ্ছে ‘ফায়ারি ডিবেট’। যেখানে যুক্তি-পাল্টা যুক্তি, অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য উঠে এলো অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন, হামাস–ইসরায়েল যুদ্ধ, ক্যাপিটলের হিলে হামলা, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও কর ব্যবস্থার মতো বিষয়গুলো। দুজনেই দুজনকে ‘মিথ্যাবাদী’ বলতেও ছাড়লেন না। নির্বাচনের আগে প্রায় সব জরিপেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে।

 সূত্র: এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status