ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে বিজিএমইএর প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ অপরাহ্ন

mzamin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, বিজিএমইএর নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়ে বলেন- বর্তমান সরকারের সময়ে গার্মেন্টস শিল্পের মধ্যে কোনো গোষ্ঠী এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দলের সিদ্ধান্ত মোতাবেক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা এবং দলের সকলস্তরের নেতাকর্মীরা সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছেন। কোথাও কোথাও তারা পাহারা দিচ্ছেন। বিএনপি মহাসচিব তাদের বক্তব্য শুনে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেন এবং বিজিএমইএর নেতৃবৃন্দকে বলেন- এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে অর্থনীতি, রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য।
সাক্ষাতে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিজিএমইএর সভাপতির সঙ্গে সাক্ষাতে সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বর্তমান সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, শোভন ইসলাম, নুরুল ইসলাম, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস, আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

এদেশের রাজনীতি নষ্টের গোড়া ব্যবসায়ী লীগ & ব্যবসায়ী দল।

Mohammad Imam
১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৭:৪২ পূর্বাহ্ন

হাসিনার দালালরাই মীর্জা ফখরুলের সমালোচনা করে।

Khalil
১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৬:২২ পূর্বাহ্ন

সব জাগায় ফকরুল সাহেবের বানী একটাই, বিএনপি নির্যাতিত, আন্দোলনে রাজপথে , হামলা মামলার স্বীকার ইত্যাদি ইত্যাদি। বাকী দেশপ্রেমিক ছাত্র জনতা ঘোড়ার ঘাস কাটে।

kalim
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:২৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status