ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

পুলিশ হেফাজত থেকে যুবলীগ নেতা উধাও, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবারmzamin

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের হেফাজত থেকে সাইফুল ইসলাম নামে যুবলীগের এক নেতা পালিয়েছে। এ ঘটনায় থানার ওসিসহ ৪ জনকে প্রত্যাহার করা হয়েছে। আরিফুর রহমান নামে এক পুলিশ পরিদর্শককে ওই থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- ওসি মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও কনস্টেবল মো. এনামুল হক। গতকাল দুপুরে এ সংক্রান্ত আদেশ জারি করেন জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। এর আগে সকাল ৯টার দিকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান সাইফুল। তিনি উপজেলার কলাউজান বলিপাড়া গ্রামের নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, সাইফুলকে গতকাল সকালে ৮টার দিকে তার বাড়ি থেকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। কিন্তু, তিনি কৌশলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, স্থানীয়রা যুবলীগ নেতা সাইফুলকে ধরে থানায় হস্তান্তর করেন। সে কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
 

পাঠকের মতামত

এখনো পুলিশের পতিত সরকারের দলপ্রীতি কমেনি।এই পুলিশ জনগনের আস্থা অর্জন করবে কেমনে?

ইকবাল কবির
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

এর জন্য দায়ী প্রশাসন।

Alamgir hossain
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৫১ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status