ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিনোদন

সেদিন বিটিভিতে কেন গিয়েছিলেন জানালেন স্বাগতা

স্টাফ রিপোর্টার
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারmzamin

ছাত্রদের কোটা আন্দোলন চলাকালে বেশক’জন শিল্পী তখন শেখ হাসিনা সরকারের পক্ষে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে বক্তব্য দেন। তারা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়ার কথা বলেন। এ নিয়ে তখন থেকেই বিটিভিতে যাওয়া সেসব শিল্পী ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেই রেশ কাটতে না কাটতেই ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু শিল্পীর সরকারের পক্ষে কাজ করার আলোচনার স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এই দুই জায়গাতেই নাম ছিল অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। সম্প্রতি নিজের বিটিভিতে যাওয়ার ব্যাপারে পরিষ্কার করতে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, বিটিভি’র সঙ্গে আমার ইমোশনাল কানেকশন আছে। ছোটবেলা থেকে আমি নানা কাজে জড়িত এখানে। আমার বাবাও বিটিভি’র মিউজিক প্রডিউসার ছিলেন। তবে আমার সেদিনের বিটিভিতে যাওয়া আর এ ইমোশনাল অ্যাটাচমেন্ট এর বিষয়টি সম্পূর্ণ আলাদা। যেদিন বিটিভিতে গেলাম তার আগের দিন আমার বন্ধু ফোন দিলো। তখন পিএম শেখ হাসিনা একটি ভাষণ দেন, যা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। তার পরপরই আমার এক সহকর্মী ফোন করে বলে, দেশের যে পরিস্থিতি তাতে কি আমাদের চুপ থাকা উচিত। তখন আমি বলি, না একদমই না। তারপর সে জানালো আমরা সব শিল্পীরা মিলে প্রোটেস্ট করবো। এই অরাজকতা আমরা চাই না। আমি বললাম, আমিও চাই না অরাজকতা। শাহবাগে ছাত্ররা আন্দোলন করছে, আমরা বিটিভিতে করবো। যেন সরকার এর সমাধান করে। তবে বিটিভিতে গিয়ে আমি বুঝতে পারি ছাত্রদের প্রোটেস্টের বিরুদ্ধে ওরা দাঁড়িয়েছে। তখন আমি ওই জায়গা ত্যাগ করি। এক সহকর্মী ফোন দিয়ে বলে ওরা ঢাকা মেডিকেল যাচ্ছে, তুমি যাবে কিনা। আমি বললাম, যাবো না। কারণ আমাকে যে কথা বলে আনা হয়েছে আসলে সেটা হচ্ছে না। একইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও তার নাম দেয়া হয় বলে জানান
স্বাগতা।

 

পাঠকের মতামত

Big liar

Taslim Ahmed
১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৭:১৫ অপরাহ্ন

Sajamo natok

Masud
৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৬:৫৯ পূর্বাহ্ন

দুর্বল স্ক্রিপ্ট নাটক জমে নাই

ক মাহমুদ
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:৫৫ অপরাহ্ন

নাটক বম করো পিও

M A Ullah
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৪:৩৭ অপরাহ্ন

এরা ২৪-এর রাজাকার।

সমুদ্র হক
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৪:১৯ অপরাহ্ন

এদের ধরে পেটাতে হবে।

Mridul
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৪:১৫ অপরাহ্ন

এরা ফ্যাসিসটের সহযোগী

Md Abul Bashar
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ২:৩৩ অপরাহ্ন

মিথ্যা বলে সাধু সাজার চেয়ে চুপ থাকাই শ্রেয়। কারণ একটা মিথ্যা ঢাকার জন্য আরও দশটা মিথ্যার জন্ম দিতে হয়।

শামীম
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৩৭ পূর্বাহ্ন

জনগণ সব বুঝে, এসব বানানো কথা হাসিনা বলতো, এখন দেখি তার সাংগো পাংগোরাও রপ্ত করার করার চেষটা করছে।

রহমান
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১১:১৩ পূর্বাহ্ন

আমায় হাসাইলি রে ।

মেঘকুন্ড দাস
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৮:২২ পূর্বাহ্ন

Motlab bazz Sobai sabdan Mittha badi

Belal
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫:২৮ পূর্বাহ্ন

স্ক্রিপ্ট দূর্বল। আরো ভালো কাউকে দিয়ে লিখিয়ে মুখস্ত করে ওগলান

মামুন
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১:৫০ পূর্বাহ্ন

National Culprit!

Bashir u Ahmed
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১২:২০ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status