ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

হকি দলের জার্মানি সফর বাতিল

স্পোর্টস রিপোর্টার
১৬ আগস্ট ২০২৪, শুক্রবারmzamin

উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে বাংলাদেশ হকি দলের জার্মানি সফরে যাওয়ার কথা ছিল এ মাসেই। ২১শে আগস্ট থেকে ২১শে অক্টোবর পর্যন্ত দুই মাসের সফরের জন্য ২৪ খেলোয়াড়সহ ৩০ জনের দলের সরকারি আদেশও (জিও) পেয়েছিল হকি ফেডারেশন। দলের ম্যানেজার হয়ে জার্মানি যাওয়ার কথা ছিল বিতর্কিত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের। এই দলের দলনেতা ছিলেন ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ। কিন্তু দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সফরটি বাতিল করেছে ফেডারেশন। একটি সূত্র জানিয়েছে, হকি ফেডারেশন সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নির্দেশে সফর বাতিল করা হয়েছে। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিরা থাকায় বাংলাদেশ দলের জিও বাতিল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদনও করেছে হকি ফেডারেশন। জার্মানি সফরে অনূর্ধ্ব-২১ দলের ১০-১২ খেলোয়াড় রাখা হয়েছিল। বাকিরা জাতীয় দলের। কিন্তু আগামী নভেম্বরে জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে পুরো অনূর্ধ্ব-২১ দলটাকেই জার্মানি পাঠালে ঠিক হতো মনে করছে হকি ফেডারেশন।

বিজ্ঞাপন
খণ্ডিতভাবে অর্ধেক পাঠিয়ে লাভ নেই। সফর বাতিল করার এটাও একটা কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। 
আপাতত ঘরোয়া কোনো খেলাও নেই হকিতে। কবে হবে কেউ জানে না। হকিতে কখনো বর্ষপঞ্জিও ছিল না। সামনে শুধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের চূড়ান্ত পর্ব, বাংলাদেশের পুরুষ-মহিলা দুই দলই তাতে খেলবে। এই টুর্নামেন্টে ৫-৬ নম্বরে থাকতে পারলেও প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ আসতে পারে। তাই জুনিয়র এশিয়া কাপের জন্য ভালো প্রস্তুতি চায় হকি ফেডারেশন। আপাতত এ নিয়েই তারা কাজ করছে। যদিও ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ আর ফেডারেশনে আসছেন না। তিনি নেপালে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। ফেডারেশনে আসছেন না যুগ্ম সম্পাদক মাহবুবুল এহছান রানাসহ আওয়ামী লীগপন্থি কর্মকর্তাদের কেউই। এ অবস্থায় ফেডারেশনের কাজকর্ম একজন প্রতিনিধির মাধ্যমে তত্ত্বাবধান করছেন ফেডারেশন সভাপতি নিজেই, যেটি সাধারণত করেন সাধারণ সম্পাদক। সঙ্গে আছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও সাবেক খেলোয়াড় আরিফুল হক প্রিন্স। মোহামেডানের এই কর্মকর্তাকে এতদিন ফেডারেশনে সক্রিয় হতে দেননি সাঈদ। উল্টো গত প্রিমিয়ার লীগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চার বছর নিষিদ্ধ করা হয়েছে, যেটি ‘অন্যায়ভাবে’ হয়েছে বলে দাবি করে প্রিন্স বলেন, ‘অন্যায়ভাবে আমিসহ আমাদের অনেককে সাঈদ নিষিদ্ধ করেছে। এখন আমরা দু-তিনজন ফেডারেশনে যাচ্ছি, অচল হকিকে সচল করার চেষ্টা করছি। সভাপতির দিকনির্দেশনায় আমাদের মূল কাজ দ্রুত এশিয়া কাপের ক্যাম্প শুরু করা।’ তবে ক্যাম্প শুরু করতেও সংকট দেখছেন জানিয়ে তিনি বলেন, ‘ফেডারেশনের তহবিলে মাত্র ৩৪ হাজার টাকা আছে। এই টাকা দিয়ে একটা ফেডারেশন চলতে পারে না। চেষ্টা চলছে আর্থিক সংকট কাটানোর।’ সাঈদের নেতৃত্বে বর্তমান কমিটি গত বছরের জুনে একতরফা নির্বাচন করে ফের ক্ষমতায় বসে। দায়িত্ব নেয়ার পর এশিয়ান গেমস, জুনিয়র এশিয়া কাপ বাছাইয়ে দল পাঠাতে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে বলেও দাবি প্রিন্সের। এসবের বিচারও চাওয়া হচ্ছে ফেডারেশন সভাপতির কাছে।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status