রাজনীতি
জামায়াতের সঙ্গে গণঅধিকার পরিষদের সভা
অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই জাতির ইচ্ছার প্রতিফলন হওয়া উচিত
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৭ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ (একাংশ)। মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতির ইচ্ছার প্রতিফলন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হওয়া উচিত বলে মন্তব্য করেন নেতারা। বলেন, এজন্য সরকারকে কাজ করার সুযোগসহ তাদের সব ধরনের সহযোগিতা করতে হবে। উপদেষ্টাদের কর্মতৎপরতায় গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা এবং তাদের সততা ও দেশপ্রেমের পরিচয় ফুঁটে উঠবে বলেও মনে করেন তারা।
সভায় বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখন দেশকে গড়তে হবে। দেশকে অর্থবহ, স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দল-মত-নির্বিশেষে কাজ করতে হবে। আমরা বৈষম্যহীন সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে চাই। বলা হয়, দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করা হয় এবং অর্থনীতি সচল করার জন্য ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। দেশে অরাজকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয় সভায়।
গণহত্যার নির্দেশদাতা, মদদদাতা ও তাদের পৃষ্ঠপোষক সশস্ত্র খুনি ক্যাডারদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য সভায় দাবি জানানো হয়।
সভায় জামায়াতের পক্ষে দলটির আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের পক্ষে দলটির সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পলাশ, উচ্চতর পরিষদ সদস্য আরিফুর রহমান তুহিন, সদস্য ওয়াজি উল্লাহ, ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি মুনতাসির মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমেদ উপস্থিত ছিলেন।