অর্থ-বাণিজ্য
এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করলেন ব্যবসায়ী নেতারা
অর্থনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ১২ আগস্ট ২০২৪, সোমবার, ৬:৪৩ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন পোশাক খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। তারা বলেছেন, ব্যবসা-বাণিজ্য স্থবির হওয়ার পেছনে এনবিআর চেয়ারম্যানের দায় আছে।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখতে রপ্তানিমুখী বাণিজ্যিক সংগঠনের মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এ দাবি করেন। পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএপিএমইএ) এই সভার আয়োজন করে।
সভায় ব্যবসায়ী নেতারা বলেন, এনবিআরের আমূল সংস্কার করতে হবে; ব্যবসায়ীদের হয়রানি ও অত্যাচার বন্ধে এনবিআর কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ছাড়া এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার দাবি করেন তাঁরা।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি ও থাই চেম্বারের সভাপতি শামস মাহমুদ, বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম হায়দার, বিজিএপিএমইএর সাবেক সভাপতি হাফেজ আলম চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার।
এনবিআর চেয়ারম্যানকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ চলছে। তাকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানলে ১৪ই আগস্ট থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা এসেছে। সোমবার এনবিআর অফিসের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম আকাশ।
পদত্যাগের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানলে বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
এদিন এনবিআরের সামনে যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস এসোসিয়েশনের সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ এবং বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স এসোসিয়েশনের কার্যকরী সভাপতি মো. মজিবুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।