খেলা
গুডবাই প্যারিস, দেখা হবে লস অ্যানজেলেসে
সামন হোসেন প্যারিস (ফ্রান্স) থেকে
১২ আগস্ট ২০২৪, সোমবার‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসরের পর্দা নেমেছে গতকাল। ফ্রান্সের প্যারিসে দু’সপ্তাহের বেশি সময় ধরে চলা প্রতিযোগিতার পর্দা নেমেছে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেখানে বিদায়বেলায় চমক দিয়েছে আয়োজক ফ্রান্স। জমকালো ও আকর্ষণীয় সমাপনী অনুষ্ঠান গতকাল শুরু হয় স্থানীয় সময় রাত ১টায়। অলিম্পিক পতাকা তুলে দেয়া হয় পরবর্তী আয়োজক লস অ্যানজেলেসকে।
সাম্যের বার্তা দিয়ে সিন নদীর তীরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল প্যারিস। ৬১ দেশের রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। প্রবল বৃষ্টিও গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ম্লান করতে পারেনি। বড় রকমের সমালোচনা কিংবা প্রশ্ন ছাড়াই শেষ হয়েছে মাঠের ক্রীড়াযজ্ঞ। সফল আয়োজনের কারণে সমাপনী অনুষ্ঠান নিয়েও প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। তবে শুরুর মতো শেষ আয়োজনও লুকিয়ে রাখার চেষ্টায় সফল আয়োজকরা। পরিচালক থমাস জলি অবশ্য ঘোষণা দিয়ে রেখেছিলেন একটা স্বপ্নের জগৎ-এর মধ্য দিয়ে যাবেন ক্রীড়াপ্রেমীরা। উদ্বোধনী অনুষ্ঠান সিন নদীর তীরে উন্মুক্তস্থানে হলেও সমাপনীর জন্য বেছে নেয়া হয় জাতীয় স্টেডিয়াম স্তাদ ডি ফ্রান্সকে। ২০২৮ আসরের আয়োজক লস অ্যাঞ্জেলেস বলে হলিউডের একাধিক তারকাকে দেখা গেছে সমাপনী অনুষ্ঠানে। সবচেয়ে বড় চমক ছিল হলিউড লিজেন্ড টম ক্রুজের স্টান্ট শো। এছাড়াও বিলি এলিশ, স্নুপ ডগদের মতো মেগা স্টারদের দেখা গেছে পারফর্ম করতে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী বিয়ন্সে, টেইলর সুইফটরা। নারী ম্যারাথনের পদক বিতরণ, অ্যাথলেট, সেচ্ছাসেবীদের মিলনমেলা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সমাপনী বক্তব্য ছিল নিয়ম মেনে। অনুষ্ঠানের শেষের দিকে প্যারিসের মেয়র আনি দালগো অলিম্পিকের পতাকা হস্তান্তর করেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাসকে। ২০২৮ সালে পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেই আসরের প্রায় চার বছর বাকি থাকলেও এখন থেকেই বড়সড় পরিকল্পনা শুরু করে দিয়েছে আয়োজকেরা। জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ যানজটের জন্য শহরটির ‘কুখ্যাতি’ আছে। তবে ২০২৮ অলিম্পিকের সময় যানজট নিরসনে ব্যক্তিগত গাড়িমুক্ত আসর আয়োজনের পরিকল্পনা করছে আয়োজকেরা। এটি বাস্তবায়ন করতে দর্শকদের গণপরিবহনে অলিম্পিক ভেন্যুতে যেতে বাধ্য করবে তারা। ২০২৮ অলিম্পিকের পতাকা আনুষ্ঠানিকভাবে বুঝে নেয়ার আগে গতকাল প্যারিসে সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন, ‘শহরের প্রধানেরা চান লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কারমুক্ত (ব্যক্তিগত গাড়িমুক্ত) হোক। আমরা গণপরিবহনে বিনিয়োগ করবো এবং ইভেন্ট চলাকালে শহরবাসীকে করোনাকালের মতো দূরে থেকে (বাসায় বসে) কাজ করতে উৎসাহিত করবো।’
এদিকে সমাপনি দিনের সকাল পর্যন্ত হওয়া ১৬ দিনের প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতায় এগিয়ে আছে চীন (৩৯)। তাদের চেয়ে একটি সোনা কম (৩৮) নিয়ে লড়াই জমিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রও। এখন পর্যন্ত সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট পদক ১২২টি। ৩৮টি স্বর্ণ এবং সমান ৪২টি করে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে তারা। অন্যদিকে, চীন ৩৯ স্বর্ণের পাশাপাশি ২৭ রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ জিতেছে। সবমিলিয়ে এশিয়ান দেশটির পদক ৯০টি। এই দুই শীর্ষ দেশের ধারেকাছে নেই কেউ, তৃতীয় সর্বোচ্চ ৬৩ পদক জিতেছে গ্রেট ব্রিটেন। তবে স্বর্ণের (১৪) বিচারে তাদের অবস্থান ছয়ে। তিনে থাকা অস্ট্রেলিয়ার স্বর্ণ ১৮টি, মোট পদক ৫০টি। তারাই লম্বা সময় ধরে পদকটির শীর্ষস্থানে ছিল। গতকাল গেমসের সমাপনী দিনেও বেশ কয়েকটি ইভেন্টে পদকের লড়াই ছিল। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১১২ অ্যাথলেটের বিপরীতে তাদের পদক মাত্র ছয়টি। সেখানে পাকিস্তান মাত্র সাতজন ক্রীড়াবিদ পাঠিয়ে একটি স্বর্ণ জেতায় তারা দক্ষিণ এশিয়ার শীর্ষে। শেষ দিনের সকাল পর্যন্ত পদক তালিকায় পাকিস্তানের অবস্থান ৬১তম আর ভারত ৭১তম। অন্য পাঁচ দেশের কোনো পদক নেই। অন্য পাঁচ দেশের মধ্যে পাহাড়ী দেশ নেপালের সাতজন, মালদ্বীপের পাঁচজন, ভূটানের তিনজন, শ্রীলঙ্কার ছয় ও বাংলাদেশের পাঁচ জন অংশগ্রহণ করেছেন। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। তাদের মধ্যে একমাত্র সাঁতারু রাফিই তার নিজস্ব টাইমিংয়ের চেয়ে একটু ভালো করেছেন। এতেই বাংলাদেশ সাঁতার ফেডারেশন তৃপ্তির ঢেকুর তোলে, অথচ ওই ইভেন্টেও তারা নেপাল-শ্রীলঙ্কার পেছনে ছিল। শুটার রবিউল ইসলাম, সাঁতারু সোনিয়া আক্তার ও স্প্রিন্টার ইমরানুর রহমান নিজের সেরা টাইমিংই করতে পারেননি।