ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

জামায়াত ও গণঅধিকার পরিষদের সভা

গণবিপ্লবকে ব্যর্থ করতে কুচক্রী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৭ অপরাহ্ন

mzamin

দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ। রোববার এই সভা অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, সভায় ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের কোথাও কোনো দুষ্কৃতকারী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।

বলা হয়, দেশের কোথাও কোথাও দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

গণহত্যা ও নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য সভায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

পাঠকের মতামত

সুভ সুচনা এবং সুভ কামনা রইল। ভালো মানুষের রাজনীতি চালু করতে হবে। ধন্যবাদ।

SM. Rafiqul Islam
২৪ আগস্ট ২০২৪, শনিবার, ৬:২২ অপরাহ্ন

মৌলবাদ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য অশনী সংকেত।

মিলন আজাদ
২৪ আগস্ট ২০২৪, শনিবার, ২:১৯ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status