তথ্য প্রযুক্তি
২০২৫ পর্যন্ত মহাকাশেই আটকে থাকার আশঙ্কা সুনীতাদের! ত্রাতার ভূমিকায় মাস্ক
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১০ আগস্ট ২০২৪, শনিবার, ৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৮ অপরাহ্ন
মাত্র ৮ দিনের জন্য গিয়ে মহাকাশে আটকে পড়লেন নাসার মহাকাশচারী ব্যারি বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস। কবে ফিরবেন তাও অনিশ্চিত। ৮ দিন কয়েক মাসে পরিণত হয়েছে এবং তা বছরে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও সূত্রের খবর, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের ফেরানোর চেষ্টা করছে নাসা। যে বোয়িং স্টারলাইনারে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা, তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। গত ৫ জুন বোয়িং স্টারলাইনারে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)। সেখানে মাত্র আট দিন থাকার পরিকল্পনা ছিল সুনীতাদের। কিন্তু মহাকাশযানে ত্রুটি ধরা পড়ে ফেরার দিন। দাবি ওই মহাকাশযান থেকে হিলিয়াম গ্যাস লিক হচ্ছে। তাই তা পৃথিবীতে ফেরানো সম্ভব হচ্ছে না। বোয়িং সংস্থার তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই স্টারলাইনার মহাকাশ যানটি সর্বাধিক ৯০ দিন পর্যন্ত থাকতে পারে। তার পর তার ব্যাটারি নিঃশেষিত হতে পারে। ফলে সুনীতাদের নিরাপদে ফেরানোর জন্য আর ২৯ দিন হাতে রয়েছে নাসার। তার পর বোয়িং স্টারলাইনারের কাজ অনিশ্চিত হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে আশঙ্কা আরও বাড়বে। নাসার তরফে দুই মহাকাশচারীকে এখন নিরাপদে ফেরানোর চেষ্টা চলছে। তবে সময় যত এগোচ্ছে, বাড়ছে আশঙ্কা। সুনীতাদের কীভাবে ফেরানো যেতে পারে তার জন্য ইতিমধ্যে ১ লক্ষেরও বেশি মডেল-টেস্ট করেছে নাসা। তবে কোনও ভাবেই কোনও সুরাহা মিলছে না। এবার জানা গেল, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর সঙ্গে যৌথভাবে একটি মহাকাশযান তৈরি করছে নাসা। সেটাই মহাকাশে পাঠিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করা হবে। নাসা এবং স্পেস এক্স-এর যৌথ এই মিশনটির নাম দেওয়া হয়েছে ক্র-৯। চলতি বছর সেপ্টেম্বর মাসে ওই যানে দুজনকে মহাকাশে পাঠানো হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সুনীতাদের নিয়ে সেটি আবার পৃথিবীর দিকে ফিরবে। এই মিশন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হতে পারে।
সূত্র : সিএনবিসিটিভি ১৮