দেশ বিদেশ
কুলাউড়ায় আ’লীগ নেতাদের বাসায় হামলা, থানায় অগ্নিসংযোগ
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবারমৌলভীবাজারের কুলাউড়ায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার মানুষ। সোমবার বিকাল ৩ টার পর থেকে কয়েক সহস্রাধিক মানুষ সড়কে নেমে আসে। বিজয় মিছিল থেকে গিয়ে কুলাউড়া থানায় পুলিশের গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ মানুষ। এ সময় পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে সেনাবাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ করে। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা থানা ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ নেতা কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনের বাসা, কুলাউড়া উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন ভাঙচুর ও ডাকবাংলো ভবনে আগুন দেয়া হয়। ছাত্রলীগ নেতা আবু সায়হাম রুমেলের বাসায় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
এ সময় বিজয় মিছিল থেকে গিয়ে উপজেলা শহরে আওয়ামী পন্থি ব্যবসায়ীদের দোকান-পাটের মালামাল লুট করা হয়। শহরের কাপড়ের দোকান আরশদ ক্লথ স্টোর ও মিতালি ফার্মেসির মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা।