দেশ বিদেশ
বুধ ও বৃহস্পতিবারও খুলছে না সুপ্রিম কোর্ট
স্টাফ রিপোর্টার
৭ আগস্ট ২০২৪, বুধবারআজও খুলছে না বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আগামীকাল বৃহস্পতিবারও বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত সোমবার রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এক বার্তায় জানিয়েছিলেন, বুধবার হতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। কিন্তু মঙ্গলবার জানানো হয়, বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সীমিত পরিসরে অফিস খোলা থাকবে। এদিকে গতকাল সারা দেশের নিম্ন আদালতের বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় আটক বিএনপি-জামায়াতের দুই হাজারেরও বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।