দেশ বিদেশ
নবাবগঞ্জে বিজয় মিছিল ও দোয়া মাহফিল
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ঢাকার নবাবগঞ্জে দোয়া মাহফিল ও মোনাজাত করেছে সাধারণ জনতা। গতকাল দুপুরে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মাহফিল করা হয়। মোনাজাত শেষে শেখ হাসিনা সরকারের পতনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। এ সময় সাধারণ মানুষও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা ফটক হয়ে বাগমারা বাজার দিয়ে শুরগঞ্জ ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খন্দকার আবু আশফাক।
খন্দকার আবু আশফাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যেভাবে পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন জনগণ জানলে আপনাকে কখনোই পালিয়ে যেতে দিতো না। কারণ আপনি খুনি। আপনি এদেশের ছাত্র সমাজকে খুন করেছেন। পালিয়ে গেলেও যে বিচার হবে এটা নিয়ে চিন্তা করবেন না। এদেশের জনগণ আপনার বিচার এই বাংলার মাটিতেই করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ আল মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উসমানী, দোহার উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপি নেতা লেলিন আহমেদ রাসেল, জেলা যুবদলের রাসেদ কামাল সিহাব, থানা যুবদলের সাবেক সভাপতি মহসিন রহমান আকবর, থানা ছাত্রদলের ইসতিয়াক সোহেল, ইমরান খানসহ নেতাকর্মীরা।