ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বিতর্কিত দুই ‘পুরুষ’ বক্সারের পাশে অলিম্পিক কমিটি

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৪, বুধবারmzamin

ছেলে নাকি মেয়ে, প্যারিস অলিম্পিক জুড়ে এমন বিতর্ক চলছে আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফকে নিয়ে। বিতর্ক হচ্ছে তাইওয়ানের বক্সার দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন লিন ইয়ু-তিংকে নিয়েও। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এই দুই বক্সারের পাশে দাঁড়িয়েছে। আইওসি তাদের বিবৃতিতে বলে, ‘আলজেরিয়ান ও তাইওয়ানের দুই বক্সার যতক্ষণ জিতবেন, ততক্ষণ পর্যন্ত প্যারিস অলিম্পিকে থাকবেন। কারণ সব রকম নিয়ম মেনেই তারা অলিম্পিকে অংশ নিচ্ছেন।’ এর আগে আন্তর্জাতিক বক্সিং এসোসিয়েশন (আইবিএ) এই দুই বক্সারকে নিয়ে আপত্তি তোলে। গত বছর অলিম্পিকে বক্সিং পরিচালনার ভার আইবিএ’র কাছ থেকে কেড়ে নেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। মেয়েদের বক্সিংয়ে নিজ নিজ খেলায় সেমিফাইনালে উঠেছেন আলজেরিয়ার খেলিফ ও তাইওয়ানের ইয়ু-তিং। এই দুই বক্সার ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অযোগ্য ঘোষিত হলেও প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার ছাড়পত্র পান। আইবিএ জানায়, ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই দুই বক্সার ক্রোমোজোম পরীক্ষায় ব্যর্থ হন। বিষয়টি তারা আইওসিকে জানিয়েছিল বলে দাবি আইবিএ-এর। বক্সিংয়ের নিয়ন্ত্রক সংস্থা বলছে, এই দুই খেলোয়াড়ের প্যারিসে প্রতিদ্বন্দ্বিতা করা অনুচিত। কিন্তু আইওসি’র মুখপাত্র মার্ক অ্যাডামস সংবাদ সম্মেলনে বলেন, ‘এই অ্যাথলেটরা সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় ছয় বছর কোনো প্রশ্ন ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই নারীরা এই প্রতিযোগিতার জন্য যোগ্য, যোগ্য থাকবেন এবং প্রতিদ্বন্দ্বিতাও করবেন।’ শেষ চারে উঠে দুই বক্সার এরইমধ্যে অন্তত ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছেন। খেলিফ প্রথম রাউন্ডে মাত্র ৪৬ সেকেন্ডে জয় তুলে নেন ইতালির অ্যাঞ্জেলা কারিনির বিপক্ষে। খেলিফের শক্তিশালী পাঞ্চের সামনে হাল ছেড়ে দিয়ে ম্যাচ থেকে সরে দাঁড়ান কারিনি। আইবিএ আলজেরিয়ান ও তাইওয়ানের দুই বক্সারকে নিয়ে পরীক্ষার যে ফল দিয়েছিল সেগুলো বিধিবহির্ভূত এবং অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে আইওসি। অ্যাডামস বলেন, ‘এই দুই বক্সারেরর লিঙ্গ পরীক্ষা বিশ্বাসযোগ্য না অবিশ্বাসযোগ্য তা আমি বলতে পারবো না। কারণ যে সূত্র থেকে এগুলো এসেছে তা বিশ্বাসযোগ্য নয় এবং যার ভিত্তিতে পরীক্ষা করা হয়েছে সেটাও বিশ্বাসযোগ্য নয়। এই কারণে সেগুলো সঠিক না ভুল তা বিবেচনা করা হয়নি। কারণ এখানে বক্সিংয়ে লড়াইয়ের জন্য তাদের যোগ্যতা নিয়ে কোনো বাধা নেই।’ প্যারিস অলিম্পিকে বক্সিংয়ে অংশ নেয়ার যে নিয়ম করেছে আইওসি, তা ২০১৬ ও ২০২১ অলিম্পিকেও ছিল। সেখানে লিঙ্গ পরীক্ষার বিধি সংযুক্ত করা হয়নি। আইওসি’র সঙ্গে আইবিএ’র বিরোধ দীর্ঘদিনের। আইবিএ’র সভাপতি রাশিয়ান উমর ক্রেমলেভ। তিনি আইওসি সভাপতি টমাস বাখের তুমুল সমালোচনা করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। আইওসি জাতীয় বক্সিং ফেডারেশনসগুলোকে বলেছে এই খেলার নতুন বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা গড়তে। নইলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বক্সিং অন্তর্ভুক্ত না হওয়ার ঝুঁকিতে থাকবে বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেছে আইওসি। এই বিরোধ চলতে থাকলে বক্সিংয়ের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status