ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টসহ সব আদালত বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২৪, সোমবারmzamin

দেশে বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির প্রেক্ষিতে সকল উচ্চ ও অধস্তন আদালত সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার বিকালে প্রধান বিচারপতির নির্দেশনার প্রেক্ষিতে এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া স্বাক্ষরিত আপিল বিভাগ বন্ধের বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, দেশের বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে সান্ধ্য আইন চলাকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আপিল বিভাগের সকল দপ্তর ও শাখাসমূহ যথারীতি বন্ধ থাকবে। 
হাইকোর্টের বিষয়ে বলা হয়, আজ ৫ই আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যেকোনো সময় জরুরি বেঞ্চ গঠনপূর্বক বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবেন।
এ ছাড়া আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৫ই আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সকল অধস্তন আদালত/ ট্রাইব্যুনালের বিচারকাজ ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যেকোনো সময় যেকোনো আদালত/ ট্রাইব্যুনালকে বিচারকাজ পরিচালনার আদেশ প্রদান করবেন।
এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।

পাঠকের মতামত

এ সরকার আর কোর্ট কাচারীর মুখ দেখবে না।

Khokon
৫ আগস্ট ২০২৪, সোমবার, ২:৫৪ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status