দেশ বিদেশ
মোবাইল নেটওয়ার্কে সাময়িক বন্ধ ফেসবুক ও টেলিগ্রাম
স্টাফ রিপোর্টার
৩ আগস্ট ২০২৪, শনিবারসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হয়। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে। একইসঙ্গে মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও প্রথমবারের মতো ব্লক করা হয়। তবে টেলিগ্রাম দিয়ে ব্যবহারকারীরা বড় ফাইল পাঠাতে পারেন। গতকাল দুপুর থেকে ওই দু’টি প্ল্যাটফরম কোনো নোটিশ বা ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয়। তবে ৫ ঘণ্টা পর আবার সচল দেখা যায়। এ প্রসঙ্গে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ মানবজমিনকে জানান, কথায় কথায় যাতে ইন্টারনেট বন্ধ না করা হয় এবং সকল সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়া না হয় এ ব্যাপারে আমাদের আইনজীবীরা কাজ করছেন। আমরা একটা রিট পিটিশনের জন্য চেষ্টা করছি। দুঃখের বিষয় হলো- আইসিটি মন্ত্রণালয় ৫০০ অ্যাপ্লিকেশন তৈরি করলো কিন্তু দেশের জনগণের জন্য নিজস্ব একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করতে পারেনি। তৈরি করতে পারেনি একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার।
সরকার কতটুকু ভীত মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে জানান দিল। কিন্ত এসব করে নৃশংসতা লোকানো যাবে না । বিদেশীদের স্বচক্ষে দেখা খবর বহির্বিশ্বের পত্রিকায় ফলাও করে প্রচারিত হচ্ছে ।