ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

মোবাইল নেটওয়ার্কে সাময়িক বন্ধ ফেসবুক ও টেলিগ্রাম

স্টাফ রিপোর্টার
৩ আগস্ট ২০২৪, শনিবারmzamin

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হয়। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে। একইসঙ্গে মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও প্রথমবারের মতো ব্লক করা হয়।  তবে টেলিগ্রাম দিয়ে ব্যবহারকারীরা বড় ফাইল পাঠাতে পারেন। গতকাল দুপুর থেকে ওই দু’টি প্ল্যাটফরম কোনো নোটিশ বা ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয়। তবে ৫ ঘণ্টা পর আবার সচল দেখা যায়। এ প্রসঙ্গে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ মানবজমিনকে জানান, কথায় কথায় যাতে ইন্টারনেট বন্ধ না করা হয় এবং সকল সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়া না হয় এ ব্যাপারে আমাদের আইনজীবীরা কাজ করছেন। আমরা একটা রিট পিটিশনের জন্য চেষ্টা করছি। দুঃখের বিষয় হলো- আইসিটি মন্ত্রণালয় ৫০০ অ্যাপ্লিকেশন তৈরি করলো কিন্তু দেশের জনগণের জন্য নিজস্ব একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করতে পারেনি। তৈরি করতে পারেনি একজন সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার।

বিজ্ঞাপন
আবার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা টেলিযোগাযোগ সম্পর্কে অজ্ঞ নিজেদেরও কোনো ধারণা নেই। যে কারণেই এই সেক্টরে হ-য-ব-র-ল। এভাবে যদি আর ১৫ দিন চলে, ধরে নেন দেশের তিনটি বেসরকারি টেলিকম অপারেটর চলে যেতে পারে। নতুন বিনিয়োগের আর কোনো সম্ভাবনা নেই সকল দরজা বন্ধ। প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার, বিটিআরসি, এনটিএমসি বা অপারেটর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর কোন বিধান বলে, বা সাংবিধানিক কোন অধিকার বলে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে? সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ই জুলাই রাত থেকে ৩১শে জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১শে জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয়। সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেটে গতি স্বাভাবিক হচ্ছিল। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটির বেশি। ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার ভিপিএন’র ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে। ১৭ই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচদিন পর ২৩শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০দিন পর ২৮শে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকার কথা বলেছিলেন। ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে চিঠি দিয়েছিলেন। তিনি ৩১শে জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ইউটিউব ই-মেইলে ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন। আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক, টিকটক, ইউটিউবের কাছে কনটেন্ট সরানোর অনুরোধ করেছিল। প্রতিমন্ত্রী জানান, ১৬ থেকে ১৮ই জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ এবং ২৫ থেকে ২৭শে জুলাই পর্যন্ত ৭ শতাংশের বেশি সাইট সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬শে জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় ২১ শতাংশ। টিকটক সরিয়েছে প্রায় ৬৮ শতাংশ।

পাঠকের মতামত

সরকার কতটুকু ভীত মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে জানান দিল। কিন্ত এসব করে নৃশংসতা লোকানো যাবে না । বিদেশীদের স্বচক্ষে দেখা খবর বহির্বিশ্বের পত্রিকায় ফলাও করে প্রচারিত হচ্ছে ।

Kazi
৩ আগস্ট ২০২৪, শনিবার, ১১:৩৮ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status