অনলাইন
৫ বছরের শিশু গুলি করলো আরেক শিশুকে!
মানবজমিন ডিজিটাল
(১১ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৪ অপরাহ্ন

পাঁচ বছরের এক শিশু স্কুলে বন্দুক নিয়ে গিয়ে গুলি করলো আরেক শিশুকে। আহত সেই শিশু অবশ্য প্রাণে বেঁচে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে উত্তর বিহারের সুপল জেলায়। সেখানকার পুলিশ সুপার শৈশব যাদব জানিয়েছেন, শিশুটি ১০ বছরের একটি ছেলেকে গুলি করে। যে একই স্কুলে ক্লাস থ্রিতে পড়ে। গুলি তার হাতে লেগেছে।
আনন্দবাজারের রিপোর্টে বলা হয়েছে, সুপল জেলার সেন্ট জোয়ান বোর্ডিং স্কুলের এক শিশু ব্যাগে আগ্নেয়াস্ত্র লুকিয়ে স্কুলে এসেছিল। নার্সারির ওই শিশুর বয়স মাত্র পাঁচ। স্কুলে গিয়ে খেলার ছলে বন্দুক বের করে বছর দশেকের আর এক ছাত্রকে গুলি করে বসে সে।
আহত ছেলেটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন । সে সংবাদমাধ্যমকে জানিয়েছে, ক্লাসে যাওয়ার সময় তার দিকে আচমকা বন্দুক বের করে গুলি করা হয়। সে এও জানিয়েছে, ঘটনার দিন দু’জনের মধ্যে কোনোরূপ ঝগড়া-বিবাদ হয়নি। খেলার ছলেই তাকে হঠাৎ গুলি করে বসে ওই শিশু।
এই ঘটনায় স্কুলটির অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুদের নিরাপত্তায় কীভাবে এমন অবহেলা হলো তা নিয়েও কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে আতঙ্কিত অভিভাবকেরা স্কুল ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভও করেছেন। নার্সারির যে ছাত্র কাণ্ডটি ঘটিয়েছে, তার ও তার অভিভাবকের খোঁজ চলছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, তারা জেলাজুড়ে স্কুলগুলোকে শিক্ষার্থীদের ব্যাগ যেন নিয়মিতভাবে পরীক্ষা করা হয় তা নিশ্চিত করতে বলছে।
পাঠকের মতামত
It is normal event for Bihar.
শিশুরা বড়দের অনুকরণ করে । যা দেখে বা শুনে তা করতে চায় । তাই সমাজের বড়দের সাবধান হয়ে শান্তিপূর্ণ জীবন আচরন অত্যাবশ্যক ।