বিনোদন
নিজ বাসায় মডেল খুন
বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০২৪, মঙ্গলবারহংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন খুন হয়েছেন। জানা যায় ২৪ বছর বয়সী এই মডেলকে থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় থাই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছেন তার স্বামী। পুলিশ তার স্বামীর অসংলগ্ন আচরণ লক্ষ্য করেছে। পুলিশকে তিনি বলেছেন, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন। আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকেরা বলছেন, আত্মহত্যা নয় তাকে খুন করা হয়েছে।