অনলাইন
সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: আইএসপিআর
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ২৮ জুলাই ২০২৪, রবিবার, ৮:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫১ অপরাহ্ন

ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর। রোববার সহকারি পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সার্বিক নিরাপত্তা প্রদানে গত ২০শে জুলাই ভোর হতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে।
কিছু স্বার্থান্বেষী মহল কর্তৃক বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এর মূল উদ্দেশ্য দেশে এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করা বলে অনুমিত। উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশবাসীর জানমালের নিরাপত্তা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে।
স্বার্থান্বেষী মহলের এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করছে। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
পাঠকের মতামত
আরও বেশি নাশকতা ও প্রাণক্ষয় থেকে সেনাবাহিনীর উপস্থিতির কারনে জাতি রক্ষা পেয়েছে।সার্বিক অবস্থার উন্নতি হলে দ্রুতই ব্যারাকে প্রত্যাবর্তন চাই।
আওয়ামিলীগ এবং এর অঙ্গসংগঠনই কি পৃথিবীতে একমাত্র খোঁদা ভীরু এবং সত্যবাদি,বাকি সব সৃষ্টি জীব মিথ্যা কি
সেনাবাহিনী ?????????????????????
বিদেশীরা কারো অপপ্রচারে কান দিবে না । সব ঘটনাই তারা নিজে পর্যবেক্ষণ করছে ।
দয়া করে কমেন্ট গুলো পড়বেন আই এস পি আর
দয়া করে কমেন্ট গুলো পড়বেন আই এস পি আর
Iam afraid of armed forces
সেনাবাহিনী? এরা এখনো নিজেদেরকে সৈনিক মনে করতেছে? Are they still considering themselves "soldiers" !!
দেশের শান্তি প্রিয় ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে সেনাবাহিনী নিজেই নিজের ক্ষতি করছে
শরিফাদের এখন সম্মানের কথা মনে হইছে।
সাধারণ জনগনের আশা ভরসার সেই সেনাবাহিনী আর নাই। এখনকার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা টাকা ইনকামের সঙ্গে জড়িত বলে সাধারণ মানুষ মনে করে।
আজিজ কে আমেরিকা কেন স্যংসোন দিছে?
মানুষের জান কি রক্ষা হয়েছে? সেনাবাহিনী দেখলে মানুষ ছিছি বলে
খুব হাসি পাচ্ছে গো!!
এই সেনা বাহিনী নিশ্চিতভাবে জায়নবাদী ইয়াহুদি সেনা বাহিনীর থেকেও নিকৃষ্ট কাজ করেছে. ধিক্কার আপনাদের প্রতি . যাদের কে মেরেছেন সেই সব পরিবারের অবস্থা বুঝেন?
Time has come for Bangladesh Armed Forces to revisit it's own job. We urge the military leadership to shoulder with the aspirations of the people of Bangladesh.
I don't Understand. জনগন এর পাশে নাকি সরকার এর পাশে।
মানুষের টেকা পড়েছে সেনা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাবে। জনগনের স্বার্থে কখনো নয়, রাস্ট্রের কাজে ব্যবহৃত হয় যেহেতু রাস্ট্রের চাকুরি করে। দেশবাসী স্বচোক্ষে সেনা বাহিনীর আচরণ যেমন দেখে সেটাই বলে। এখানে কোনো ভুল নেই। মাফিয়া ডন গুলি বাংলাদেশ সেনা বাহিনী প্রধান হয়। কি না সেনা বাহিনী যুদ্ধ করতে করতে একেবারে দিগ্বিজয় করে ফেলেছে, যেন একেকজন Alexander, the great!
সেনাবাহিনী! কোন দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে?
ভিডিওতে দেখলাম ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সেনা সদস্যরা পজিশন নিয়ে যে গুলি করছে; সেসব কি চোখের ভূল ছিল? সেনাবাহিনী যে জনগনের বিরুদ্ধে দাড়িয়েছে সেটার বিশ্বাসযোগ্য প্রমান জনগনের কাছে আছে।
People expected Bangladesh Army to stand on the side of the people not protecting oppressors
with my money, you maintain your family. And now, you dare to shoot at my brothers. there will be consequences. Make no mistake
অপপ্রচার টা কি জাতি জানতে চায়? আমরা তো দেখি সবই সত্যি কথা
বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী যে গণহত্যা ঘটিয়েছে, এর দায় কি সেনাবাহিনী এড়াতে পারে? Wait for sanction....
What do you expect? You have become AL stooges. AL has made you killers and therefore, enemies of the people. You don't expect anything better.
Cat Force