ঢাকা, ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বাইডেনকে সরে দাঁড়াতে ডেমোক্রেট প্রার্থীদের জোরালো আহ্বান, কী করবেন মার্কিন প্রেসিডেন্ট?

মানবজমিন ডেস্ক
১৯ জুলাই ২০২৪, শুক্রবার

প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন নির্বাচন থেকে সরে যাওয়ার জোরালো আলোচনা শুরু হয়। বাইডেনের নিজ দলের অনেকেই তাকে সরে যাওয়ার জন্য চাপ দিয়েছেন বলে জানা গেছে। নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার বিষয়টি আরও জোরালো হয়েছে যখন নতুন করে তার কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, শারীরিক এই নাজুক পরিস্থিতির মধ্যে নির্বাচন থেকে কি সরে দাঁড়াবেন ৮১ বছরের বাইডেন?   
অনলাইন জিও নিউজ জানিয়েছে, আবারো কোভিডে আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্ট বাইডেনকে সরে যেতে চাপ দিয়েছেন ডেমোক্রেট দলের একাধিক নেতা। এ ছাড়া বাইডেন নিজেও বলেছেন, চিকিৎসকরা যদি তাকে বিশ্রামের পরামর্শ দেন তাহলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। প্রথম বারের মতো বাইডেন তার নিজের প্রার্থিতা প্রত্যাহারের কথা জানালেন, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত মতামত দেননি তিনি। এক্ষেত্রে চিকিৎসকরা যদি বাইডেনকে তার শারীরিক অবনতির কথা জানান তাহলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন বলে এক সাক্ষাৎকারে বলেছেন।
গত মঙ্গলবার ‘কৃষ্ণাঙ্গ’ সংশ্লিষ্ট গণমাধ্যম বেট-কে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে তার প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি আমার শারীরিক অবস্থার অবনতি হয় এবং এ বিষয়ে যদি চিকিৎসকরা আমাকে অবহিত করেন তাহলে নির্বাচন করা আমার জন্য সমস্যার হতে পারে। প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের নড়বড়ে পারফরমেন্সের পর থেকে তাকে নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন বাইডেনের বয়স এবং তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত। বাইডেনকে ঘিরে এসব প্রতিক্রিয়ায় বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জিও নিউজের খবরে বলা হয়েছে,  ডেমোক্রেট দলের সিনেটর চাক শুমার এবং হাউজ মেজরিটি নেতা হাকিম জেফরিস পৃথকভাবে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা উভয়ই বাইডেনের প্রার্থিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে, বাইডেনের প্রার্থিতা নিয়ে দলের অন্যদের মধ্যেও নেতিবাচক মনোভাব রয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেট প্রার্থী এডাম বি. শিফও বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। 
লস অ্যানজেলেস টাইমসকে দেয়া এক বিবৃতিতে শিফ বলেছেন, যদি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে দেবে এবং নভেম্বরে বাইডেন সাবেক প্রেসিডেন্টকে পরাজিত করতে পারবেন কিনা সে বিষয়ে শিফ গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেসের নিম্নকক্ষে অন্তত ২০ ডেমোক্রেট নেতা এবং একজন সিনেটর বাইডেনকে নির্বাচনী প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু বাইডেন এখনো আসন্ন নির্বাচনে ট্রাম্পকে হারানোর উপযুক্ত প্রার্থী বলে মনে করছেন।
গত সোমবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, তার মানসিক স্বাস্থ্য এখনো অনেক ভালো এবং তিনি আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ১৯শে আগস্ট ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন (ডিএনসি) হওয়ার কথা রয়েছে। তার আগে একটি ভার্চ্যুয়াল কনভেনশনে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণের কথা রয়েছে দলটির। মূলত বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে তার প্রার্থিতার বিষয়ে উদ্বেগ এবং সংশয়ে পড়েছে ডেমোক্রেট দলের প্রতিনিধিরা।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status